• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আশা করি, এ বছরেই চালু হবে পদ্মা সেতু : অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৮, ২০:০৮

নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু বাস্তবায়নের কাজ শুরু করায় বিশ্বে আমাদের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। ইতোমধ্যে সেতুর চারটি স্প্যান সম্পন্ন হয়েছে। আশা করি, এ বছরেই চালু হবে পদ্মা সেতু। বললেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আগামী অর্থবছরের বাজেট পেশকালে মন্ত্রী এ তথ্য জানান।

আবুল মাল আবদুল মুহিত বলেন, পদ্মা সেতু নির্মাণের কাজ অর্ধেকের বেশি শেষ হয়েছে। চলমান আছে দ্বিতীয় কাঁচপুর, দ্বিতীয় মেঘনা ও দ্বিতীয় গোমতী সেতু নির্মাণের কাজ। গলাচিপা, পায়রা ও কচা নদীর ওপর সেতু নির্মাণ এবং পাটুরিয়া-গোয়ালন্দ অবস্থানে ভবিষ্যতে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের পরিকল্পনা আছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : মুক্তিযোদ্ধার স্ত্রী-সন্তান-নাতির জন্য ৪০০ কোটি টাকা বরাদ্দ
--------------------------------------------------------