• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনে বরাদ্দ দ্বিগুণ

আরটিভি অণলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৮, ১৯:১১

আগামী অর্থবছরের বাজেটে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে বরাদ্দ দ্বিগুণ করা হয়েছে। পর্যটন খাতের উন্নয়ন ও সুরক্ষার জন্য এমন প্রস্তাবনা দিয়েছেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আগামী ২০১৮-১৯ অর্থবছরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতে এক হাজার ৫০৮ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন তিনি।

গত কয়েক অর্থবছরে এটাই সবচেয়ে বেশি বৃদ্ধি। দ্বিগুণ বাড়ানো হয়েছে বরাদ্দ। এরমধ্যে পরিচালন ব্যয় ৪৭ কোটি টাকা এবং এক হাজার ৪৬১ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ প্রস্তাব করা হয়েছে।

বৃহস্পতিবার আগামী অর্থবছরের বাজেট বক্তৃতায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত এমন বরাদ্দ পাচ্ছে বলে উল্লেখ করেন অর্থমন্ত্রী। যা গত অর্থবছর থেকে ৮৫৩ কোটি টাকা বেশি।

২০১৭-১৮ অর্থবছরের সংশোধিত বাজেটে ৬৫৫ কোটি টাকা পেয়েছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাত।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুবাই বিমানবন্দরে চরম বিশৃঙ্খলা, দুর্বিষহ জনজীবন
তেহরানে বিমান চলাচল স্বাভাবিক
ক্ষেপণাস্ত্র হামলার তথ্য নাকচ করলো ইরান
ইরানে ইসরায়েলি হামলা, লাফিয়ে বাড়ল তেল ও স্বর্ণের দাম
X
Fresh