• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

সাত বছরে নতুন কর্মসংস্থান ৬৩ লাখ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৮, ১৬:১৫

২০১০ থেকে ২০১৭ পর্যন্ত দেশের অভ্যন্তরে মোট ৬৩ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেট আলোচনায় এ কথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি আরও বলেন, বিগত দশ বছরে আমরা বৃত্তিমূলক ও কারিগরি প্রশিক্ষণ অবকাঠামোর ব্যাপক সম্প্রসারণ করেছি। এ সময়ে সরকারি অর্থায়নে ৩০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও ৫টি ইন্সটিটিউট অব মেরিন টেকনোলজি নির্মাণ করা হয়েছে। দেশের সকল জেলায় একটি করে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থাকায় প্রশিক্ষণ সুবিধার বিকেন্দ্রীকরণ সম্ভব হয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : অনলাইনে কর পরিশোধ এ বছর থেকে
--------------------------------------------------------

মন্ত্রী আরও জানান, তিনধাপে মোট ১৫ লাখ লোকের দক্ষতা উন্নয়নের লক্ষ্য নিয়ে আমরা ২০১৫-১৬ অর্থবছর থেকে ১০ বছর মেয়াদি ‘Skills for Employment Investment Program (SEIP)’ বাস্তবায়ন করছি। এ প্রকল্পের আওতায় ইতোমধ্যে ১ লক্ষ ৮২ হাজার ৭৫৬ জনকে বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষণপ্রাপ্তদের মধ্যে ১ লাখ ২৯ হাজার ৯০০ জনের কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া পরিবহন খাতে দক্ষ ও পেশাদার গাড়িচালক তৈরির বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

আরও পড়ুন :

কেএইচ/ এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিলাবৃষ্টি ও তাপপ্রবাহ নিয়ে নতুন বার্তা
সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ
ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ
অমিতাভ বচ্চনের মুকুটে নতুন পালক
X
Fresh