• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

১৪৫ দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ জুন ২০১৮, ১৩:৪৫

বাংলাদেশে উৎপাদিত ওষুধ ১৪৫টি দেশে রপ্তানি হচ্ছে। এ থেকে ২০১৭ সালে ৩ হাজার ১৯৬ কোটি টাকা আয় বাংলাদেশ এসেছে। দেশে উৎপাদিত ওষুধের চাহিদা মিটিয়ে এ রপ্তানি হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট পেশকালে এ কথা জানান।

তিনি বলেন, ওষুধ উৎপাদনেও আমাদের অর্জন গর্ব করার মতো। দেশের চাহিদার প্রায় ৯৮ শতাংশ মেটানোর পর বাংলাদেশে উৎপাদিত ওষুধ এখন বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে। ২০১৭ সালে বিশ্বের ১৪৫টি দেশে ৩ হাজার ১৯৬ কোটি টাকার ওষুধ রপ্তানি করা হয়েছে। সারা বিশ্বে বাংলাদেশে উৎপাদিত ওষুধের বিশেষ সুনাম রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, এরইমধ্যে আমরা ‘ওষুধ নীতি ২০১৬’ জারি করেছি। বাংলাদেশের ওষুধ উৎপাদন প্রতিষ্ঠান পরিদর্শন করা এখন সম্পূর্ণ ভিন্ন ধরনের একটি অভিজ্ঞতা, সেখানে কোনও ওষুধের গন্ধ নেই বা ওষুধের বর্জ্য দেখা যায় না।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী : অর্থমন্ত্রী
সংকট থেকে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ : অর্থমন্ত্রী
আটা-ময়দা-সুজি দিয়ে তৈরি হতো অ্যান্টিবায়োটিক
অর্থনৈতিক সংকট কেটে গেছে : অর্থমন্ত্রী
X
Fresh