• ঢাকা বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৪ বৈশাখ ১৪৩১
logo

জীবন যাত্রার মান

নিউইয়র্ক-লন্ডনের চেয়ে এগিয়ে দুবাই!

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মে ২০১৮, ১০:৩২
দুবাইয়ের প্রতিনিধিত্বশীল ছবি

জীবন যাত্রার মানে নিউইয়র্ক, প্যারিস ও লন্ডনের চেয়ে এগিয়ে এখন দুবাই। পশ্চিমা বিশ্বের উন্নত উন্নত সিটির চেয়ে ব্যবসার হাব বলে পরিচিত এই শহরে জীবন চালানোর খরচ তুলনামূলক কম।

মঙ্গলবার ডাচেস ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, দুবাইয়ে জীবনযাত্রার খরচ সস্তা হওয়ায় সেখানকার মানুষের মধ্যে ক্রয়ক্ষমতা অনেক বেশি।

বিশ্বের ৫০টি শীর্ষ নগরীর মধ্যে দুবাই তালিকায় ১৮ নম্বরে অবস্থান করছে। সে হিসেবে লন্ডন, নিউইয়র্ক ও প্যারিসের চেয়ে আমিরাতে জীবন নির্বাহ ব্যয় কম।

তবে কিছু কিছু সেবার ক্ষেত্রে দুবাইয়ে বসবাসরত মানুষকে গুণতে হবে চড়া দাম। যেমন- গরমের সময়কার কাপড় কিনতে গেলে বা ইন্টারনেট চালাতে গেলে রীতিমতো হিমশিম খেতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন : নির্বাচনী বছরে জেলা মহাসড়কের জন্য ৩৩৬৮ কোটি টাকার প্রকল্প
--------------------------------------------------------

আমিরাতের সংবাদ মাধ্যম দ্য ন্যাশনাল বলছে, জরিপ অনুযায়ী ৮ এমবিপিএস স্পিডের ইন্টারনেট চালাতে মাসে ব্যয় হয় ৮৫ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৭ হাজার টাকা। যেখানে রাশিয়ায় একই স্পিডের জন্য খরচ পড়ে মাত্র ৭ ডলার।

দুবাই শহরে এইচঅ্যান্ডএম বা জারার স্টোর থেকে গ্রীষ্মকালীন কোনো পোশাক কিনতে গেলে ব্যয় করতে হবে প্রায় ৫ হাজার টাকার সমপরিমাণ অর্থ।

জীবনযাত্রার মান ইনডেক্সে লন্ডন, নিউইয়র্ক ও প্যারিসের অবস্থান যথাক্রমে ৪২, ৩৮ ও ২৭।

স্বাস্থ্যসেবা, ভোক্তাপণ্যের মূল্য এবং আবাসনের সহজলভ্যতার মতো আটটি পরিমাপের মাধ্যমে এ সূচক তৈরি করা হয়েছে।

অন্য পরিমাপকগুলো হচ্ছে নিরাপত্তা, জলবায়ু ও ট্রাফিক। ভোক্তাপণ্য, মুদিপণ্য ও ভাড়ার সাপেক্ষে শহরের জীবনযাত্রার ব্যয় পরিমাপ করা হয়েছে।

জীবনযাত্রার মানে সেরা ১০টি শহর হচ্ছে ওয়েলিংটন, জুরিখ, কোপেনহেগেন, এডিনবার্গ, ভিয়েনা, হেলসিংকি, মেলবোর্ন, সিডনি, ফ্রাঙ্কফুট ও আমস্টারডাম

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিউইয়র্কের উৎসবে বাংলাদেশের ‘নীলপদ্ম’
৫ দিন পর দুবাইতে পৌঁছাবে দস্যুমুক্ত এমভি আবদুল্লাহ
নিউইয়র্ক টাইমস হয়ে উঠবে নিউইয়র্ক সময় : এরিক এডামস
‘রাঙ্গামাটিতে ১০০ কোটি টাকা ব্যয়ে আইটি ট্রেনিং সেন্টার নির্মাণ হবে’
X
Fresh