• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

কানাডায় ব্যাংক থেকে ৯০ হাজার গ্রাহকের তথ্য চুরি!

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৯ মে ২০১৮, ১২:২৩
প্রতীকী ছবি- রয়টার্স থেকে নেয়া

কানাডার শীর্ষ পর্যায়ের দুটি ব্যাংক থেকে সাইবার হামলাকারীরা প্রায় ৯০ হাজার গ্রাহকের তথ্য চুরি করেছে। বিষয়টি নিয়ে গ্রাহকদের সতর্ক করেছে ব্যাংক দুটি।

গত সোমবার এ বিষয়ে হ্যাকারদের কাছ থেকে বার্তা পেয়েছে বলে জানিয়েছে ব্যাংক অব মন্ট্রিল ও কানাডিয়ান ইম্পেরিয়াল ব্যাংক অব কমার্স।

দেশটির আর্থিক খাতে প্রথমবারের মতো এ ধরনের সাইবার হামলার হুমকি এসেছে বলে মনে করা হচ্ছে।

রয়টার্স বলছে, ব্যাংক অব মন্ট্রিল কানাডার চতুর্থ বৃহত্তম ব্যাংক। গত রোববার একটি অপরাধ চক্র এ বিষয়ে যোগাযোগ করে জানিয়েছে, তাদের ব্যাংকের নির্দিষ্ট কিছু গ্রাহকের ব্যক্তিগত এবং আর্থিক তথ্য তাদের দখলে রয়েছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : পদ্মা সেতুর জন্য রেল যাচ্ছে মধুখালী-মাগুরায়
--------------------------------------------------------

ব্যাংকের এক মুখপাত্র জানান, তাদের ধারণা কানাডায় তাদের ৮০ লাখ গ্রাহকের মধ্যে হয়তো ৫০ হাজারের কম গ্রাহকের তথ্য হ্যাক হয়েছে। তবে কোনো গ্রাহক যদি এই হ্যাকিংয়ের ঘটনার কারণে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হন বা তাদের ব্যাংকের অর্থ হারায় তবে সেক্ষেত্রে কি করা হবে এ বিষয়ে কোনো তথ্য দিতে অস্বীকৃতি জানিয়েছেন ওই মুখপাত্র।

ওই মুখপাত্র জানিয়েছেন, হ্যাকাররা হ্যাক হওয়া তথ্য জনসম্মুখে প্রকাশ করে দেয়ার হুমকি দিয়েছে।

তিনি আরও বলেন, ব্যাংক প্রশাসনের সঙ্গে কাজ করে যাচ্ছে এবং এ বিষয়ে তদন্ত চালিয়ে যাচ্ছে।

ব্যাংক অব মন্ট্রিলের তরফ থেকে বলা হয়েছে, তাদের ধারণা দেশের বাইরে থেকেই ব্যাংক গ্রাহকদের তথ্য হ্যাক করা হয়েছে।

অপরদিকে দেশের পঞ্চম বৃহত্তম ব্যাংক কানাডিয়ান ইম্পেরিয়াল ব্যাংক অব কমার্স বলছে, রোববার ব্যাংকের সঙ্গে যোগাযোগ করেছে প্রতারক চক্র। তারা জানিয়েছে, ইলেক্ট্রনিকভাবে তারা ৪০ হাজার গ্রাহকের ব্যক্তিগত এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য চুরি করেছে। তবে ব্যাংকটির প্রধান ব্যাংকিং বিভাগ হ্যাকিংয়ের কবলে পড়েনি বলে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মার্কেন্টাইল ব্যাংকের নগদ লভ্যাংশ ঘোষণা
নৌকা বাদ দিলেও ভোট চুরির প্রকল্প থেকে সরেনি সরকার: আমীর খসরু
৫০৪তম ম্যাচে নারাইনের প্রথম সেঞ্চুরি
হেডের সেঞ্চুরি ও রেকর্ডের ম্যাচে বেঙ্গালুরুর হার
X
Fresh