• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

ভারতে টানা ১৪ দিন বাড়লো তেলের দাম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মে ২০১৮, ১৪:১১

ভারতে নিত্য বাড়ছে তেলের দাম। রোববার নিয়ে টানা ১৪ দিন ‌ধরে জ্বালানি তেলের দাম বাড়লো। এদিন লিটার প্রতি পেট্রোলের দাম দশমিক ১৫ রুপি বেড়েছে। রোববার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম হয়েছে ৮০ দশমিক ৮৪ রুপি।

শুধু পেট্রোল নয়, বেড়েছে ডিজেলের দামও। শনিবারের তুলনায় দশমিক ১৬ রুপি বেড়েছে ডিজেল। যার ফলে কলকাতায় ডিজেলের দাম হল লিটার প্রতি ৭১ দশমিক ৬৯ রুপি।

ভারতের একটি সংবাদ মাধ্যম বলছে, যেভাবে পেট্রোল ও ডিজেলের দাম বাড়ছে, তাতে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।

কলকাতার একজন গাড়িচালক বলছেন, তেলের দাম বাড়ায় আমাদের গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে। সারাদিনে যে আয় হয়, তা কমে যাচ্ছে। কারণে তেলের পেছনে টাকা গুণতে ব্যয় বেশি হচ্ছে। আয় বাড়ছে না, অথচ তেলের দর বেড়েই যাচ্ছে।

--------------------------------------------------------
আরও পড়ুন : লোকসান ফাঁদে রবি
--------------------------------------------------------

তিনি বলেন, মোটামুটি সপ্তাহে দুই-এক রুপি করে তো বাড়ছেই। এতে সাধারণ মানুষের ভোগান্তি বাড়ছে। দাম একটা নির্দিষ্ট রেটে বাধা থাকলে ভালো হতো। ব্যবসায়ীদের জন্যও এটি ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে। কারণ মালামাল আনা নেয়াতে পরিবহন খরচ বাড়াতে হচ্ছে। ফলে এর প্রভাব নিত্যপণ্যের ওপরও পড়ছে।

এ পরিস্থিতিতে সাধারণ মানুষ সংকট সুরাহার জন্য সরকারের দিকে চেয়ে আছে। কারণ টানা ১৪ দিন এই দরবৃদ্ধির অবস্থা চলমান আছে।

কিন্তু এখনো পর্যন্ত সরকারের তরফ থেকে পরিস্থিতি মোকাবেলার জন্য সেই ধরনের কোনো পদক্ষেপ নেয়া হয়নি।

তবে সরকারের তরফ থেকে বিভিন্ন মন্ত্রীরা জানাচ্ছেন, এইভাবে দাম বাড়ার বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করছে সরকার। এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে বলেও আশ্বাস দিচ্ছেন তারা।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দাম কমলো
সয়াবিন তেলের নতুন দাম নির্ধারণ
টঙ্গীতে আগুনে পুড়ল খাদ্যপণ্যের ১২ গুদাম
ভারতের লোকসভা নির্বাচনে শুক্রবার থেকে ভোটগ্রহণ
X
Fresh