• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

লোকসান ফাঁদে রবি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মে ২০১৮, ১২:২০

চতুর্থ প্রজন্মের ইন্টারনেট সেবা ফোর জি চালুর পর গ্রাহক বেড়েছে মোবাইল ফোন অপারেটর রবির। তবু লোকসানের কবল থেকে বের হতে পারেনি প্রতিষ্ঠানটি।

মোবাইল ফোন অপারেটরটি বলছে, গ্রাহক বাড়ালেও টানা তিন প্রান্তিকে লোকসান গুণেছে তারা।

২০১৮ সালের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন তুলে ধরে এই লোকসানের কথা জানিয়েছে রবি।

কোম্পানিটি বলছে, লোকসানের জন্য ‘অসুস্থ বাজার প্রতিযোগিতা এবং উচ্চ করারোপের নেতিবাচক প্রভাবকে’ দায়ী করেছে রবি।

--------------------------------------------------------
আরও পড়ুন : সৌদি-আমিরাতের পণ্য নিষিদ্ধ করলো কাতার
--------------------------------------------------------

রবির তথ্য অনুযায়ী ২০১৮ সালের প্রথম প্রান্তিকে গত প্রান্তিক থেকে সক্রিয় গ্রাহক সংখ্যা ৬ দশমিক ৩ শতাংশ বেড়েছে। বর্তমানে রবির গ্রাহক সংখ্যা ৪ কোটি ৫৬ লাখ, যার মধ্যে ২ কোটি ৫৩ লাখ ইন্টারনেট গ্রাহক।

এ প্রান্তিক থেকে কোম্পানিটি মোট রাজস্ব হয়েছে ১ হাজার ৬৩০ কোটি টাকা; আগের বছরের একই সময়ের চেয়ে ৫ দশমিক ৯ শতাংশ বেশি।

জানুয়ারি-মার্চের এই প্রান্তিকটিতে রবি রাষ্ট্রীয় কোষাগারে ৬৮০ কোটি টাকা জমা দিয়েছে।

রবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ বলছেন, এ বছরের প্রথম প্রান্তিক শেষে রবি দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর হিসেবে ১০ লাখ ফোর জি গ্রাহকের মাইলফলক অতিক্রম করেছে। এখন প্রায় ২০ লাখ ৪.৫জি গ্রাহকের মাইলফলকের দোরগোরায় আমরা।

লোকসানের বিষয়ে তিনি বলেন, গ্রাহক-কেন্দ্রিক সেবা চালুর পরও অসুস্থ প্রতিযোগিতার কারণে আমাদের কোম্পানির অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে। এর ফলে লক্ষণীয় প্রবৃদ্ধি সত্ত্বেও এ প্রান্তিকেও ক্ষতির মুখোমুখি হয়েছি আমরা। অব্যাহতভাবে এমন পরিস্থিতি কাম্য নয়।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোবাইলে এক মাসে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা লেনদেন
মোবাইল ভেঙে ফেললেন বাবা, ফাঁস নিল মেয়ে
শাবিপ্রবি ছাত্রলীগের সাবেকদের ইফতার মাহফিল
বুয়েটে ছাত্ররাজনীতির দাবিতে শাবি ছাত্রলীগের মানববন্ধন
X
Fresh