• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ভারতে কুইন্টালপ্রতি চিনির দাম কমেছে ২ হাজার ৬৪৫ রুপি

আন্তর্জাতিক ডেস্ক

  ২৫ মে ২০১৮, ১৫:১৩

ভারতে চিনির দাম কমতে শুরু করেছে। অতিরিক্ত উৎপাদনের কারণে দেশটিতে চিনির সরবরাহ বেড়ে যাওয়ায় কমেছে চিনির দাম। বর্তমানে দেশটির পাইকারি বাজারে প্রতি কুইন্টাল চিনির দাম ২ হাজার ৬৪৫ রুপিতে নেমে এসেছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ড।

চিনির দাম কমায় ভারতের সুগার মিলগুলো ক্ষতির সম্ভাবনা দেখছে। যার কারণে আখচাষীদের বকেয়া পরিশোধ নিয়ে উদ্বেগ বেড়েছে। ফলে আগামী মৌসুমে ভারতীর আখচাষীরা আবাদে উৎসাহ হারাতে পারেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রতি বছর ১ অক্টোবর থেকে ভারতে চিনি উৎপাদনের নতুন মৌসুম শুরু হয়।

দেশটির ন্যাশনাল কমোডিটি অ্যান্ড ডেরিভেটিভস এক্সচেঞ্জে (এনসিডিইএক্স) ২০১৭ সালের অক্টোবরে প্রতি কুইন্টাল চিনির দাম ছিল ৩ হাজার ৭৫০ রুপি। বছরের শেষ নাগাদ পণ্যটির দাম কুইন্টালপ্রতি ৩ হাজার ২৫৫ রুপিতে নেমে আসে।

এদিকে বর্তমানে প্রতি কুইন্টাল চিনি বিক্রি হচ্ছে ২ হাজার ২৪৫ রুপিতে। মূলত আখের ভালো ফলনের কারণে দেশটিতে চিনি উৎপাদন বেড়েছে। যার কারণে সরবরাহ আগের তুলনায় বেড়ে যাওয়ায় ভারতে চিনির দাম কমে এসেছে।

উল্লেখ্য, ভারতের উত্তর প্রদেশে সবচেয়ে বেশি চিনি উৎপাদন হয়। চলতি ২০১৭-১৮ মৌসুমে আখের ভালো ফলন ও চিনির দরপতনের কারণে আর্থিক সংকটে পড়েছে উত্তর প্রদেশের সুগার মিলগুলো।

এপি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মোদির বিরুদ্ধে ইসিতে ২০ হাজার নাগরিকের চিঠি
পাকিস্তানে নয়, ‘হাইব্রিড’ মডেলেই চ্যাম্পিয়নস ট্রফি খেলতে চায় ভারত
সমুদ্রের বেআইনি কার্যকলাপ রুখতে যৌথ উদ্যোগ ভারত ও ওমানের
বাতাসেই ভেঙে পড়ল সেতু
X
Fresh