• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ঈদের আগে পোশাক শ্রমিকদের বেতন-বোনাস দেয়ার নির্দেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ মে ২০১৮, ১৪:৪৩
ছবি: ইন্টারনেট থেকে নেয়া

পবিত্র ঈদুল ফিতরের আগেই পোশাক-শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে মালিকদের নির্দেশ দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।

আজ মঙ্গলবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, ঈদের ঠিক কতদিন আগে শ্রমিকদের বেতন-বোনাস দিতে হবে, তা নির্ধারণে আগামী ২৯ জুন ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির সঙ্গে বৈঠক হবে।’

তিনি বলেন, প্রত্যেকবার গার্মেন্টস মালিকরা শ্রমিকদের বেতন-বোনাস দিতে গড়িমসি করেন। আর তার জেরে শ্রমিকরা রাস্তায় নামে।

‘এবার গার্মেন্টস মালিকদের সঙ্গে কথা হয়েছে। মালিকরা আশ্বস্ত করেছেন, অন্যবারের মতো পরিস্থিতি হবে না। আমরা তাদের স্পষ্ট বলেছি- ঈদের আগেই যেন বেতন-বোনাস দেয়া হয়।’

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিদেশি শ্রমিকদের জন্য সুখবর দিল কুয়েত
শ্রীপুরে শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ 
পঞ্চগড়ে গাছের ডালের আঘাতে শ্রমিকের মৃত্যু
জিয়া ছিলেন মুজিবনগর সরকারের ৪০০ টাকা বেতনের কর্মচারী: পররাষ্ট্রমন্ত্রী
X
Fresh