• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

ফ্লিপকার্টের সঙ্গে গাঁটছড়া বাঁধল ওয়ালমার্ট

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৯ মে ২০১৮, ২০:৩৬

অবশেষে ভারতের বেঙ্গালুরু ভিত্তিক ই-কমার্স প্রতিষ্ঠান ফ্লিপকার্ট কিনে নিয়েছে মার্কিন কোম্পানি ওয়ালমার্ট। কোম্পানিটি ফ্লিপকার্টের ৭৭ শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে।

ই-কমার্স বাজারে এ পর্যন্ত এটাকে সবচেয়ে বড় অর্থের কেনাকাটা বলে মনে করা হচ্ছে।

ওয়ালমার্টের এক বিবৃতির বরাত দিয়ে টাইমস অব নিউজ বলছে, দুই কোম্পানির মধ্য এই অধিগ্রহণ চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী, ফ্লিপকার্টের মোট মূল্য ধরা হয় ২১০০ কোটি ডলার। যার মধ্যে ১৬০০ কোটি ডলারে ৭৭ ভাগ কিনে নিয়েছে ওয়ালমার্ট।

বাকি শেয়ারের মালিক ফ্লিপকার্টের সহ-প্রতিষ্ঠাতা বিন্নি বানশাল, চীনের টেনসেন্ট হোল্ডিং, টাইগার গ্লোবাল ম্যানেজমেন্ট এলএলসি ও মাইক্রোসফটসহ বর্তমান শেয়ারহোল্ডাররা।

--------------------------------------------------------
আরও পড়ুন : নতুন চা আনলো টেটলী এসিআই
--------------------------------------------------------

ওয়ালমার্টের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী ডগ ম্যাকমিলান বলেন, বিশ্বে রিটেইল মার্কেটে ভারত আকর্ষণীয় স্থান। আমাদের এই বিনিয়োগ ই-কমার্স মার্কেটে অভূতপূর্ব পরিবর্তন এনে দেবে।

“বৈশ্বিক বাজারে গ্রাহকদের চাহিদা পূরণে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই বাজারে আমরা ফ্লিপকার্টকে এগিয়ে নিতে চাই।”

ভারতের ক্রমবর্ধমান ই-কমার্স বাজারের দখল নিতে অ্যামাজনের সঙ্গে প্রতিযোগিতা করছে ওয়ালমার্ট। সেই সূত্র ধরে ফ্লিপকার্ট কিনতে প্রস্তাব দেয়ার পথ খুঁজছিল অ্যামাজনও।

কিন্তু শেষমেষ গাঁটছড়া হলো ওয়ালমার্টের সঙ্গে।

মরগান স্ট্যানলির পূর্বাভাস অনুযায়ী, এক দশকের মধ্যে ভারতীয় ই-কমার্স বাজারের আকার দাঁড়াবে ২০ হাজার কোটি ডলার।

২০০৭ সালে বেঙ্গালুরুতে যাত্রা শুরু করে ফ্লিপকার্ট। অল্প দিনের মধ্যে কোম্পানিটি বিপুল জনপ্রিয়তা লাভ করে। এখন কোম্পানিটির আওতায় ৮০টিরও বেশি ক্যাটাগরির ৪০ লাখ পণ্য বিক্রি হয়।

অবাক করার বিষয় হচ্ছে- এই ফ্লিপকার্টের প্রতিষ্ঠাতা শচীন বানশাল ও বিন্নি বানশালই একসময় অ্যামাজনের কর্মী ছিলেন।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh