• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

কাতারের পর এবার এলএনজি ওমান থেকে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মে ২০১৮, ১৩:১৫

কাতারের পর এবার ওমান থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করছে সরকার। দেশটি থেকে বছরে ১০ লাখ টন এলএনজি আনা হবে; যা আগামী জুলাই থেকে শুরু হবে।

রাজধানীর কারওয়ান বাজারে পেট্রো সেন্টারে রোববার রাতে পেট্রোবাংলা ও ওমান ট্রেডিং ইন্টারন্যাশনালের (ওটিআই) মধ্যে এ বিষয়ে চুক্তি সই হয়।

চুক্তিতে সই করেন করেন পেট্রোবাংলার সচিব সৈয়দ আশফাকুজ্জামান ও ওটিআইর মাহির আল জাদঝালি।

চুক্তি অনুযায়ী, ১০ বছর মেয়াদে এলএনজি সরবরাহ করবে ওমানের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওটিআই। মহেশখালীতে যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির টার্মিনাল চালু হওয়া সাপেক্ষে বছরে ৫ লাখ টন এবং সামিটের টার্মিনাল চালু হওয়া সাপেক্ষে আরও ৫ লাখ টন এলএনজি বাংলাদেশে বিক্রি করবে ওটিআই।
--------------------------------------------------------
আরও পড়ুন :বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উড়ছে বৃহস্পতিবার
--------------------------------------------------------

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, জ্বালানি সচিব নাজিমউদ্দিন চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান আবুল মনসুর মো. ফয়জুল্লাহ।

এর আগে কাতারের এলএনজি সরবরাহকারী কোম্পানি রাস গ্যাসের সঙ্গে ১৫ বছর মেয়াদি চুক্তি করে বাংলাদেশ। চুক্তি অনুযায়ী, কাতার থেকে প্রতিবছর ২৮ লাখ মেট্রিকটন করে এলএনজি বাংলাদেশে সরবরাহ করবে। যা এরইমধ্যে চট্টগ্রাম বন্দর জেটি থেকে ৯৭ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মহেশখালী অংশে নোঙর করা শুরু করেছে।

যুক্তরাষ্ট্রের এক্সিলারেট এনার্জির বিশেষায়িত জাহাজ ‘এক্সিলেন্স’ এখন অপেক্ষা করছে গ্যাস সরবরাহের জন্য।

জ্বালানি সংশ্লিষ্টরা বলছেন, চলতি মাসের মাঝামাঝি জাহাজটি ভিড়বে একটি বেস স্টেশনে। এরপর গ্যাস সরবরাহের কাজ শুরু হবে। ভাসমান বেস ও পুনরায় গ্যাসে রূপান্তরকরণ ইউনিট (এফএসআরইউ) কাজ শুরু করলে এটি প্রথমে মহেশখালী থেকে পাইপলাইনে করে যাবে চট্টগ্রামের আনোয়ারায়। পরে তা জাতীয় গ্রিডের মাধ্যমে পাঠানো হবে দেশের অন্যান্য অঞ্চলে।

এর ফলে চট্টগ্রাম ও অন্যান্য জায়গায় গ্যাসের যে চাহিদা রয়েছে তা অনেকটা মিটবে। আমদানির ফলে মিলবে নতুন নতুন সংযোগও।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
‘আ.লীগ সরকার সরকারিভাবে ইফতার বন্ধ করেছে’
রাজকুমার মুক্তির আগে নতুন সমালোচনায় শাকিব খান
গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, একই পরিবারের দগ্ধ ৪ 
X
Fresh