• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ইসলামী ব্যাংকের সব শেয়ার ছেড়ে দেবে ইবনে সিনা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ এপ্রিল ২০১৮, ১৮:৩৯

ব্লক মার্কেটে নিজেদের হাতে থাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সব শেয়ার ছেড়ে দেবে ব্যাংকটির করপোরেট উদ্যোক্তা ইবনে সিনা ট্রাস্ট। কোম্পানিটি বলছে, তাদের হাতে থাকা ৩ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ৩৯১টি শেয়ারই বেচে দেয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র বলছে, ৩০ কার্যদিবসের মধ্যে এ বিক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে।

এদিকে ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০১৭ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ১০ শতাংশ নগদ লভ্যাংশ সুপারিশ করেছে ব্যাংকটির পরিচালনা পর্ষদ।

গেল বছর এর শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৬ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৭৮ পয়সা। ৩১ ডিসেম্বর ব্যাংকটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়ায় ৩১ টাকা ৪৭ পয়সায়।

নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডা অনুমোদনের জন্য ২৫ জুন সকাল ১০টায় ঢাকা ক্যান্টনমেন্টে অবস্থিত কুর্মিটোলা গলফ ক্লাবে (কেজিসি) বার্ষিক সাধারণ সভা (এজিএম) আয়োজন করবে ব্যাংকটি। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২১ মে।

২০১৬ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্যও ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল ব্যাংকটি।

আরও পড়ুন :

এসআর/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
শিশু অপহরণ করে বিক্রি করতো চক্রটি
টাইটানিকের সেই দরজা নিলামে যত টাকায় বিক্রি হলো
৩ ঘণ্টায় বিক্রি হলো ট্রেনের ১৫ হাজার টিকিট
X
Fresh