• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

আরও ২ বছর বিএসইসির চেয়ারম্যান খায়রুল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ এপ্রিল ২০১৮, ১৩:৫০
বিএসইসি চেয়ারম্যান খায়রুল হোসেন- ফাইল ছবি

বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এম খায়রুল হোসেন আরও দুই বছর সংস্থাটির দায়িত্বে থাকছেন।

গত সোমবার চেয়ারম্যান হিসেবে তার চুক্তির মেয়াদ আরও দুই বছর বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

২০১১ সালের ২৩ আগস্ট বিএসইসিতে চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স বিভাগের অধ্যাপক খায়রুল হোসেন।

প্রথমবার ৩ বছরের জন্য খায়রুল হোসেনকে নিয়োগ দেয়া হয়। যা শেষ হওয়ার আগেই পুনঃনিয়োগ পান তিনি। তবে এক্ষেত্রে তিনি ৪ বছরের জন্য নিয়োগ পান।

--------------------------------------------------------
আরও পড়ুন : বঙ্গবন্ধু স্যাটেলাইট ৪ মে উৎক্ষেপণ হচ্ছে না
--------------------------------------------------------

দ্বিতীয় দফায় তার ৪ বছরের জন্য নিয়োগ পাওয়ার কারণ ছিল ওই নিয়োগের আগেই কমিশনের চেয়ারম্যান ও সদস্যদের মেয়াদ ৩ বছর থেকে বৃদ্ধি করে ৪ বছর করা হয়।

দ্বিতীয় দফায় ২০১৪ সালের ১০ এপ্রিল চার বছরের চুক্তিতে বিএসইসির চেয়ারম্যান করা হয় খায়রুল হোসেনকে। তবে তিনি বিএসইসিতে যোগদান করেন ওই বছরের ১৫ মে।

সে হিসাবে দুই দফা বিএসইসির চেয়ারম্যানের হিসেবে নিয়োগ পাওয়া খায়রুল হোসেনর ৭ বছর পূর্ণ হবে আগামী ১৪ মে। অর্থাৎ চলতি বছরের ১৪ মে বিএসইসির চেয়ারম্যান হিসেবে খায়রুল হোসেনর শেষ দিন হওয়ার কথা ছিল। তবে এই মেয়াদ শেষ হওয়ার আগেই সরকার তাকে আরও দুই বছরের জন্য বিএসইসির চেয়ারম্যান করার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নির্বাচনী সহিংসতায় নিহত ১ : বরগুনায় চেয়ারম্যান প্রার্থীসহ কারাগারে ৫
এবার ঈদযাত্রায় যানজট ও দুর্ঘটনা কম হয়েছে : বিআরটিএ চেয়ারম্যান
ঈদে তিশা-খায়রুল বাসারের ‘অপূর্ণতা’
ফের বিএসইসির চেয়ারম্যান হচ্ছেন শিবলী রুবাইয়াত-উল-ইসলাম 
X
Fresh