• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

আমেরিকায় বেক্সিমকোর নতুন ওষুধ রপ্তানি শুরু

আরটিভি অনলাইন ডেস্ক

  ২৪ এপ্রিল ২০১৮, ১৯:৫৬

যুক্তরাষ্ট্রের বাজারে নতুন ওষুধ রপ্তানি শুরু করেছে এ খাতের কোম্পানি বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস। কোম্পানিটি মেথোকার্বোমল ট্যাবলেট বাজারজাত শুরু করেছে।

কোম্পানিটি বলছে, এটি যুক্তরাষ্ট্রের বাজারে বেক্সিমকোর রপ্তানি করা তৃতীয় ওষুধ। গত শনিবার ওই ওষুধের প্রথম চালানটি পাঠানো হয়।

বিশ্বের সবচেয়ে বড় ওষুধের বাজার যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (ইউএস এফডিএ) গতবছর জুলাইয়ে বেক্সিমকোর তৈরি মেথোকার্বোমল ট্যাবলেট (৫০০ মিগ্রা এবং ৭৫০ মিগ্রা) যুক্তরাষ্ট্রে বাজারজাত করার অনুমতি দেয়।

বেক্সিমকো ফার্মা ২০১৫ সালের জুন মাসে দেশের প্রথম ওষুধ প্রস্তুতকারী কোম্পানি হিসেবে যুক্তরাষ্ট্রের বাজারে ঢোকার অনুমতি পায় এবং পরের বছর রপ্তানি শুরু করে।

বর্তমানে ৫০টির বেশি দেশে ওষুধ রপ্তানি করছে বেক্সিমকো। মেথোকার্বোমলের আগে তারা ‘কার্ভেডিলল’ ও ‘সোটালল’ নামের দুটি ওষুধ রপ্তানি করছিল ‍যুক্তরাষ্ট্রে।

এ প্রসঙ্গে বেক্সিমকো ফার্মার ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, যুক্তরাষ্ট্রে তৃতীয় ওষুধ রপ্তানির মাধ্যমে বিশ্বের সবচেয়ে বড় বাজারটিতে আমাদের অবস্থান ক্রমশ শক্তিশালী হচ্ছে। যুক্তরাষ্ট্রে আমাদের প্রোডাক্ট পোর্টফোলিও বৃদ্ধির ব্যপারে আমরা সংকল্পবদ্ধ এবং আমরা আশা করছি আগামী বছরগুলোতে বেক্সিমকো ফার্মার বড় বাজার হবে দেশটি।

উল্লেখ্য, বেক্সিমকো ফার্মা ইউএস এফডিএ ছাড়াও এজিইএস (ইইউ), টিজিএ অস্ট্রেলিয়া, হেলথ কানাডা, জিসিসি এবং টিএফডিএসহ বিশ্বের বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থার স্বীকৃতি পেয়েছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ডিএনসিসির কার্যালয় কারওয়ান বাজার থেকে স্থানান্তর
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
অ্যানেস্থেসিয়ার ওষুধ বদলানোর নির্দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়ের
হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু
X
Fresh