• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রেসিপি পাঠিয়ে জিতুন প্রাণ প্রিমিয়াম ঘি’র ৫০ হাজার টাকার পুরস্কার

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ এপ্রিল ২০১৮, ১২:৫০

রান্নার রেসিপি পাঠিয়ে জিতে নিতে পারেন প্রাণ প্রিমিয়াম ঘি’র হাজার হাজার টাকার পুরস্কার। পবিত্র রমজানের আগেই রেসিপি কুকারদের এই সুযোগ করে দিচ্ছে বহুজাতিক গোষ্ঠী প্রাণ গ্রুপের প্রতিষ্ঠান।

প্রতিষ্ঠানটি বলছে, এলাকার বা পরিবারের ঐতিহ্যবাহী খাবারের রেসিপি এর মাধ্যমে তুলে ধরা হবে। রেসিপি পাঠিয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে জিতে নেয়া যাবে হাজার হাজার টাকার পুরস্কার।

প্রতিযোগিতায় প্রথম বিজয়ী পাবেন ৫০ হাজার টাকা, দ্বিতীয় বিজয়ী ৩০ হাজার টাকা এবং তৃতীয়জন পাবেন ২০ হাজার টাকা।

এছাড়া প্রত্যেক বিজয়ীর জন্য থাকছে ফ্রি কুকিং কোর্সের ব্যবস্থা।

ক্যাম্পেইনটির মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভি, অনলাইন পার্টনার আরটিভি অনলাইন, রেডিও পার্টনার জাগো ৯৪.৪ এফএম, স্ট্রিমিং পার্টনার জাগোলাইভ ও ক্যাম্পেইন পার্টনার ওঅ্যান্ডজেড স্যুলোশন।

কিভাবে অংশ নেবেন:

-প্রতিযোগিতায় অংশ নিতে প্রাণ ডেইরি লিমিটেড (PRAN Dairy Ltd.) -এর ফেসবুক পেইজে লাইক থাকতে হবে এবং এই ভিডিওটি নিজের টাইমলাইনে শেয়ার করতে হবে (প্রাইভেসি পাবলিক করে)।

-আপনার এলাকার কিংবা পরিবারের ঐতিহ্যবাহী খাবারের রেসিপিটি লিখে পাঠাতে হবে প্রাণ ডেইরি লিমিটেড এর ফেসবুক পেইজের ইনবক্সে কিংবা কমেন্টে বা ই-মেইল করতে পারেন submit@prandairyrecipe.com এই ঠিকানায়।

- রেসিপির সঙ্গে অবশ্যই রেসিপির নাম, রেসিপির ছবি (যদি থাকে), অংশগ্রহণকারীর নাম, ঠিকানা, মোবাইল নাম্বার পাঠাতে হবে।

- অংশগ্রহণকারীদের পাঠানো রেসিপির মধ্য থেকে বিচারকের রায়ে প্রাথমিকভাবে ২৫টি রেসিপি নির্বাচন করা হবে; যা প্রাণ ডেইরির ফেসবুক পেজে আপলোড করা হবে। সেখান থেকে বিচারকের দেয়া পয়েন্টে ৭০ শতাংশ আর প্রাপ্ত লাইক ও শেয়ার এ ৩০ শতাংশ পয়েন্ট বরাদ্দ থাকবে। সর্বোচ্চ পয়েন্টপ্রাপ্ত প্রথম ১৫ জনকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে।

- চূড়ান্ত পর্বের জন্য নির্বাচিত ১৫ জনকে নিয়ে আয়োজন করা হবে প্রাণ প্রিমিয়াম ঘি Presents ঐতিহ্যের ঘ্রাণ সেশন-৩ গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠান। যেখানে বিজ্ঞ বিচারক মণ্ডলীর সামনে ১৫ জন প্রতিযোগীকে লড়তে হবে রেসিপি যুদ্ধে। বিজ্ঞ বিচারকদের রায়ে ৩ জনকে চূড়ান্তভাবে বিজয়ী ঘোষণা করা হবে।

- নির্বাচিত বিজয়ীদের সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট প্রমাণাদি চাওয়া হতে পারে।

- বিজয়ীদের নাম ও ছবি ফেসবুক ও অনন্যা মিডিয়ায় প্রকাশ করার অধিকার প্রাণ ডেইরি কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

- ক্যাম্পেইন সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কেউ এবং তাদের পরিবারবর্গ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না।

- যেকোনও অনুপযুক্ত ভাষা ব্যবহার করা হলে তার অংশগ্রহণ বাতিল বলে বিবেচ্য হবে।

- কোনও কারণ দর্শানো ছাড়াই প্রতিযোগিতা যেকোনও সময় স্থগিত কিংবা এর নিয়মাবলী পরিবর্তন, পরিমার্জন ও পরিবর্ধন হতে পারে।

- রেসিপি পাঠানোর শেষ সময় ৩০ এপ্রিল,২০১৮ পর্যন্ত।

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আরটিভির মাধ্যমে সংগীত পরিচালনায় নাম লেখালেন জিকো
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
প্রেডিক্ট এবং উইন গিফটস প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
নিজের ডেকে আনা পুলিশের গুলিতে প্রাণ গেল বাংলাদেশি তরুণের 
X
Fresh