• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের পদত্যাগ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ এপ্রিল ২০১৮, ১৮:৩১
আরাস্তু খান- ফাইল ছবি

দেশের সবচেয়ে বড় বেসরকারি ব্যাংক হিসেবে পরিচিত ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পরিচালনা পর্ষদের শীর্ষ পদে এবার পরিবর্তন হয়েছে। ব্যাংকটির চেয়ারম্যান আরাস্তু খান পদত্যাগ করেছেন।

আজ মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত হয় বলে ব্যাংকটির জনসংযোগ কর্মকর্তা নজরুল ইসলাম আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খান আজকের পর্ষদ সভায় ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন।

এর আগে চলতি মাসের প্রথম সপ্তাহে ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির শীর্ষ ৫ জন কর্মকর্তাকে অপসারণ করা হয়। যদিও ব্যাংকের পক্ষ থেকে দাবি করা হয়েছে, তারা সবাই পদত্যাগ করেছেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : এতো টাকা গেলো কোথায়?
--------------------------------------------------------

গত বছরের জানুয়ারি মাসে ইসলামী ব্যাংকে ব্যাপক পরিবর্তন আসে। সে সময় কোনও রকম আগাম আভাস ছাড়াই অপসারণ করা হয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আব্দুল মান্নানকে। একই সঙ্গে পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা আনোয়ার এবং ভাইস চেয়ারম্যান মো. আজিজুল হককেও সরানো হয়।

এরপর ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা হয় আরাস্তু খানকে। আর নতুন ভাইস চেয়ারম্যান করা হয় অধ্যাপক সৈয়দ আহসানুল আলমকে।

প্রায় ১৫ মাস পর আরাস্তু খান চেয়ারম্যান পদ থেকে সরে দাঁড়ালেন। তবে এ বিষয়ে জানতে তার মোবাইলফোনে বেশ কয়েকবার কল দেয়া হলেও তিনি রিসিভ করেননি।

আরও পড়ুন :

এসআর/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুরক্ষা বিতর্কে পদত্যাগ করছেন বোয়িংয়ের সিইও
আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকে চাকরি, লাগবে না অভিজ্ঞতা
ট্রুডোর নামে ভুয়া জন্মসনদ : ইউপি চেয়ারম্যান ও সচিবকে শোকজ
সরে দাঁড়াচ্ছেন আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী
X
Fresh