• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

দুর্নীতি: ওরিয়েন্টাল ব্যাংকের ৫ কর্মকর্তার ৬৮ বছর করে জেল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ এপ্রিল ২০১৮, ১৫:৪৬
ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান নাম আইসিবি ইসলামিক ব্যাংক

দুর্নীতি মামলায় সাবেক ওরিয়ন্টোল ব্যাংকের ৫ কর্মকর্তার ৬৮ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২ কর্মকর্তার ১৭ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে।

দুপুরে বিশেষ জজ আদালত-৫ এর বিচারক আখতারুজ্জামান এই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত সাত আসামি হচ্ছেন শাহ মোহাম্মদ হারুন, আবুল কাশেম মাহমুদ উল্লাহ, মাহমুদ হোসেন, কামরুল ইসলাম, মোহাম্মদ ফজলুর রহমান, তরিকুল আলম এবং ইমামুল হক।

২০০৫ সালের ২৭ জুলাই মেসার্স তানবীল এজেন্সি নামে একটি ভুয়া কোম্পানি ওরিয়েন্টাল ব্যাংকের বাবুবাজার শাখা থেকে এক কোটি টাকা ঋণ নেয়। ব্যাংকের কর্মকর্তা ও এজেন্সির মালিকের যোগসাজশে ওই টাকা আত্মসাৎ করা হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন : এতো টাকা গেলো কোথায়?
--------------------------------------------------------

২০০৬ সালের ২৯ ডিসেম্বর বিধিবহির্ভূতভাবে ঋণ প্রস্তাব ও অর্থ আত্মসাতের অভিযোগে দুদকের উপ-পরিচালক সৈয়দ আহম্মেদ তেজগাঁও থানায় মামলাটি দায়ের করেন।

পরে ওরিয়েন্টাল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেয় বাংলাদেশ ব্যাংক।

ওরিয়েন্টাল ব্যাংকের বর্তমান নাম আইসিবি ইসলামিক ব্যাংক। ২০০৯ সালে ব্যাংকটির নাম পরিবর্তন করা হয়।

জানা গেছে, যাদের বিরুদ্ধে আজ এ রায় দেয়া হয়েছে- তারা সবাই পলাতক আছেন।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
টাকার বিছানায় ঘুমিয়ে ভাইরাল দুর্নীতিতে অভিযুক্ত নেতা 
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
X
Fresh