• ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১
logo

‘২০৪১ সালে বাংলাদেশ হবে সিঙ্গাপুর’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ অক্টোবর ২০১৬, ১৫:৫৮

নিশ্চয়ই আসছে ২৫ বছরে তথা ২০৪১ সাল হবে বর্তমান সরকারের নির্ধারিত উন্নত দেশ গড়ার টার্গেট। আমরা মনে করি, এ সময়টি হবে এদেশকে বর্তমান সিঙ্গাপুরের মতো উন্নত দেশ দেখার পর্যায়। জানালেন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নূরন্নবী চৌধুরী (শাওন)।

রিহ্যাব ‘রজতজয়ন্তী উদযাপন’ উপলক্ষে মঙ্গলবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নূরন্নবী চৌধুরী বলেন, এখন আমাদের ঢাকার স্কাই লাইন ২০/২৫ তলায় আছে যা তখন হবে ৬০/৭০ তলা। তার মাঝে থাকবে ডজনেরও ওপর শ’তলা বা তার ওপরে তৈরি ভবন। সব জেলা শহরে ১০ তলার বেশি উঁচু ভবন তৈরি হবে। তখন ইটের ব্যবহার থাকবে না। ভবনের দেয়াল তৈরি হবে ফাঁকা সিসি ব্লক দিয়ে বা কাঠের হলো দেয়াল করে।

এ সময় রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন, ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া, ভাইস প্রেসিডেন্ট (অ্যাডমিন) প্রকৌশলী সরদার মো. আমিন, ভাইস প্রেসিডেন্ট (প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা), পরিচালক মো. জহির আহমেদ উপস্থিত ছিলেন।

কে/ এস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh