• ঢাকা মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১
logo

দেশে সৎ মানুষ বাড়ছে: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০১৮, ১৯:৪৮

দেশে সৎ লোকের সংখ্যা বাড়ছে। আগামী ৫ থেকে ৭ বছরের মধ্যে প্রজাতন্ত্রের কর্মচারীদের অনেকেই অনৈতিক অর্থ উপার্জন পরিহার করবে। মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ বিকেলে সচিবালয়ে নিজ দপ্তরে ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)’র প্রতিনিধিদলের সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।

আইডিইবি’র সভাপতি একেএম এ হামিদের নেতৃত্বে সংগঠনের ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাগত সমস্যা নিয়ে মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন : ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন
--------------------------------------------------------

আবুল মাল আবদুল মুহিত দেশে দক্ষতার ঘাটতির বিষয় উল্লেখ করে বলেন, দক্ষতার উন্নয়নে সরকার কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর বেশি গুরুত্ব দিয়েছে।

তিনি বলেন, আগামী বাজেটে কারিগরি শিক্ষায় সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেয়া হবে। উন্নয়নশীল দেশে উত্তরণের সাফল্য ধরে রাখতে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নিষ্ঠার সঙ্গে কাজ করার পরামর্শ দেন তিনি।

আইডিইবি নেতৃবৃন্দ দেশের কারিগরি শিক্ষার সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে সেক্টরভিত্তিক কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়নের জন্য মন্ত্রীকে অনুরোধ জানান।

বাজেটকে সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়া ও পর্যায়ক্রমে গণমুখীকরণের উদ্যোগ নেয়ার জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান। বাসস।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দৌলতদিয়ায় কর্মস্থলগামী মানুষের চাপ, নেই ভোগান্তি
ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছে মানুষ
মানুষের সেবা করাই হোক নতুন বছরের অঙ্গীকার : জয়
রাজধানীতে ফিরছে মানুষ
X
Fresh