• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

ডিএসইতে বছরের সর্বোচ্চ লেনদেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০১৮, ১৮:৪০
প্রতীকী ছবি

সপ্তাহের দ্বিতীয় দিন দেশের পুঁজিবাজারে সূচক বেড়েছে। সেই সঙ্গে বেড়েছে লেনদেনও। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার আগের দিনের চেয়ে ৬৯ কোটি ৪৬ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। যা চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

দিন শেষে ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স ১৪ পয়েন্ট বেড়ে প্রায় ৫ হাজার ৮৭৯ পয়েন্টে অবস্থান করছে। এই বাজারে হাতবদল হয়েছে ৬৯১ কোটি ৫ লাখ টাকার শেয়ার।

আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয়া ৩৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৯টির, কমেছে ১৫৩টির ও অপরিবর্তিত রয়েছ ৪২টির।

--------------------------------------------------------
আরও পড়ুন : বিষমুক্ত সবজি-ফলের নতুন ব্র্যান্ড ’শুদ্ধ’ আনলো স্বপ্ন
--------------------------------------------------------

ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ৩ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে প্রায় একহাজার ৩৬৩ পয়েন্টে রয়েছে; এবং ডিএস৩০ সূচক ৮ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে প্রায় ২ হাজার ২০৭ পয়েন্টে অবস্থান করছে।

এদিকে সোমবার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২ কোটি ১৭ লাখ টাকা বেড়ে ৩২ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬টির, কমেছে ৯৪টির ও অপরিবর্তিত রয়েছে ২৪টির দর।

দিন শেষে সিএসই সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ৬৭ পয়েন্ট বেড়ে ১৮ হাজার ১৫৫ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন :

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নিপুণের অর্থ লেনদেনের অডিও ফাঁস
বৈশ্বিক সমৃদ্ধি সূচকে ভারত-পাকিস্তানকে ছাড়িয়ে বাংলাদেশ
মোবাইলে এক মাসে ১ লাখ ৩০ হাজার কোটি টাকা লেনদেন
চীনের সঙ্গে সরাসরি লেনদেনে যাচ্ছে বাংলাদেশ
X
Fresh