• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৬.৫ শতাংশ: বিশ্বব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৯ এপ্রিল ২০১৮, ১৫:৪৩

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়লেও দারিদ্র্য বিমোচন কিংবা অর্থনৈতিক বৈষ্যমের প্রশ্নে এখনও পিছিয়ে বাংলাদেশ। চলতি ২০১৭-১৮ অর্থবছর শেষে দেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৫ শতাংশ।

আজ সোমবার রাজধানীর শেরে বাংলা নগরে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট-২০১৮’র প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এমন দাবি করেছে বিশ্বব্যাংক।

আর এ জন্য সামাজিক নিরাপত্তা ও ব্যাংকিং খাতের জটিলতাকে দায়ী করে সংস্থাটি।

--------------------------------------------------------
আরও পড়ুন : যত দ্রুত সম্ভব তিস্তা চুক্তি হবে: ভারতের পররাষ্ট্রসচিব
--------------------------------------------------------

অনুষ্ঠানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর চিমিয়াও ফ্যান ও বিশ্ব ব্যাংকের ঢাকা অফিসের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

গেল সপ্তাহে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জানান, চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি ৭ দশমিক ৬৫ শতাংশ হবে।

সরকারের পক্ষ থেকে এমন তথ্য প্রকাশের এক সপ্তাহ পর বিশ্বব্যাংক তাদের তথ্য জানালো।

তবে বিশ্বব্যাংক বলছে, সার্বিক অর্থনীতি যে পথে এগুচ্ছে, তাতে সব জটিলতা দূর করলে ইতিবাচক দিক দেখা দিতে পারে।

প্রতিবেদনে বিশ্বব্যাংক পূর্বাভাস দিয়েছে, বাংলাদেশে দারিদ্র্য কমছে। তবে এই গতি কম। ২০১৮-২০২০ অর্থবছরের মধ্যে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৬ দশমিক ৫ শতাংশ থেকে ৭ শতাংশে থাকবে।

আরও পড়ুন :

এসআর/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh