• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

বৈধ চ্যানেলে প্রবাসী রেমিট্যান্স বেড়েছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ এপ্রিল ২০১৮, ২৩:৪১

দেশে বৈধ চ্যানেলে প্রবাসী রেমিট্যান্স আসা বেড়েছে। চলতি বছরের মার্চ মাসে প্রবাসী বাংলাদেশিরা দেশে ১,৩০০.৪৬ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে, যা গেলো বছরের একই সময়ের চেয়ে ২২২.৯৪ মিলিয়ন ডলার বেশি।

২০১৭ সালের মার্চ মাসে প্রবাসীরা দেশে ১,০৭৭.৫২ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছিল।

চলতি ২০১৭-১৮ অর্থবছরে (অর্থবছর ২০১৮) ৯ মাসে দেশে মোট ১০,৭৬১.২৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে, যা গেলো অর্থবছরের একই সময়ে ছিল ৯,১৯৪.৫৯ মিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংকের প্রবাসী আয়-সংক্রান্ত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

পরিসংখ্যানে দেখা যায়, প্রবাসীরা মার্চ মাসে রেমিট্যান্স পাঠাতে বেসরকারি ব্যাংকিং চ্যানেল বেশি ব্যবহার করেছেন, যার পরিমাণ ছিল ৯৫৯.৫১ মিলিয়ন ডলার।