• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

সততা ও নিষ্ঠার ফল ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স: মোরশেদ আলম

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৪ এপ্রিল ২০১৮, ১৯:৪৫

সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করায় ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এখন দেশের অন্যতম বড় বীমা কোম্পানিতে পরিণত হয়েছে।

বললেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলহাজ মোরশেদ আলম এমপি। গতকাল মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বীমা দাবি পরিশোধ অনুষ্ঠানে তিনি একথা বলেন।

৩৬০ জন গ্রাহকের তিন কোটি ১১ লাখ টাকার বীমা দাবি পরিশোধ করতে আখাউড়ার কসবা মডেল এরিয়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স এই অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মীদের উদ্দেশে মোরশেদ আলম বলেন, সততা, নিষ্ঠা ও পরিশ্রম দিয়ে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সকে আরও এগিয়ে নিতে হবে।
--------------------------------------------------------
আরও পড়ুন: বিএনপির ১০ নেতার লেনদেনের তথ্য চেয়ে ব্যাংকে দুদকের চিঠি
--------------------------------------------------------

তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার শক্ত হাতে দেশ পরিচালনার কারণেই, বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার যোগ্যতা অর্জন করেছে। দেশের উন্নয়ন অব্যাহত রাখতে স্থানীয়দের সবার সহযোগিতা কামনা করেন তিনি।

এসময় মোরশেদ আলম একজন গ্রাহকের সর্বোচ্চ প্রায় ২৩ লাখ টাকাসহ বেশ কয়েকটি মৃত্যু দাবি ও বীমা দাবির টাকা গ্রাহকদের হাতে তুলে দেন।

প্রতিষ্ঠানের মুখ্য নির্বাহী কর্মকর্তা জামাল এম এ নাসেরের সভাপতিত্বে, এনএলআই পরিচালক উত্তরা গ্রুপের চেয়ারম্যান মতিউর রহমান, উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজিম উদ্দিন, কসবা উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আনিসুল হক ভূঁইয়া, আইডিআরএ সদস্য সাবেক জেলা ও দায়রা জজ বোরহান উদ্দিন আহমেদসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

আরও পড়ুন:

এমসি/এমকে

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধান শুকানোর জায়গা নিয়ে দু’পক্ষের ৩ ঘণ্টা সংঘর্ষ, আহত ৫০
মাদক সেবন করে স্ত্রীকে মারধর, কারাগারে স্বামী 
ব্রাহ্মণবাড়িয়ায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত ২৫
পুকুরে গোসল করা নিয়ে সংঘর্ষ, আহত ১৫
X
Fresh