• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

ভালো বেগুন ৫ টাকা, পোকা বেগুন ৩!

মোর্শেদ শাহরিয়ার, নরসিংদী থেকে

  ০৪ এপ্রিল ২০১৮, ১২:২২

নরসিংদীতে বেগুনের মূল্য কমে যাওয়ায় মাথায় হাত উঠেছে কৃষকের। স্থানীয় পাইকারি বাজারগুলোতে এখন ভালো মানের বেগুন কেজি প্রতি ৫ টাকা এবং একটু খারাপ মানের (পোকা বেগুন) ৩ টাকা দরে বিক্রি হচ্ছে।

স্থানীয় কৃষকরা বলছেন, এতে উৎপাদন খরচ উঠা তো দূরের কথা, উল্টো লোকসান গুণতে হচ্ছে। এমনটি চলতে থাকলে বেগুন চাষে আগ্রহ হারাবে।

তারা বলছেন, গত ২০/২৫ দিন ধরে নরসিংদীর জেলার পাইকারি বাজার রায়পুরার জঙ্গী শিবপুর, বেলাবো উপজেলার নারায়ণপুর, বারৈচা, শিবপুর উপজেলা সদর, সিএন্ডবি বাজার, পালপাড়া বাজারসহ সবজির প্রায় সব পাইকারি বাজারে ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা।

মৌসুমের শুরুতে প্রতি কেজি বেগুন বাড়তি দামে বিক্রি হলেও গত কয়েকদিন এই বাজারে মন্দা নেমে এসেছে।

--------------------------------------------------------
আরও পড়ুন: ঢাকা-কলকাতা প্রথম কনটেইনার ট্রেন চালু
--------------------------------------------------------

শিবপুর বাজারে কথা হয় কৃষক মনু মিয়ার সঙ্গে। তিনি আরটিভি অনলাইনকে বলেন, দাম বাড়ার আশায় গত ২০/২৫ দিন বেগুন ক্ষেতে কীটনাশক প্রয়োগ করেছি, নিয়মিত সার দিচ্ছি। এতে খরচ আরও বেড়ে গেছে। এ টাকা জোগান দিতে ঋণগ্রস্ত হয়ে পড়েছি। এখন বুঝতে পারছি না- কীভাবে এই ঋণ শোধ করবো।

শুধু মনু মিয়া নন, তার মতো অনেক কৃষক একই কথা জানালেন।

তারা বলছেন, গত কয়েক সপ্তাহ ধরে বেগুনের ন্যায্য মূল্যও পাচ্ছে না কৃষকরা। এমনটি চলতে থাকলে আগামী বেগুন চাষে আগ্রহ হারাবে কৃষক।

বেগুনের বাজারে হঠাৎ এই দরপতনের জন্য উৎপাদন বেশি হওয়াকে কারণ বললেন নরসিংদীর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক মো. লতাফত হোসেন।

তিনি জানান, এ বছর বেগুনের উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে। এছাড়া জেলায় আবাদি জমির পরিমাণ বেড়েছে। ফলে সরবরাহ বেশি। যার কারণে বেগুনের দাম কমে গেছে।

তবে শিগগিরই বেগুনের দাম বাড়বে বলে জানান তিনি।

আরও পড়ুন:

এসআর/এসএস

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
ট্রেনের ধাক্কায় রাজমিস্ত্রীর মৃত্যু
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
X
Fresh