• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এক মাসের মধ্যে সুদহার এক অংকে নামবে: অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০১ এপ্রিল ২০১৮, ১২:২৮

আগামী এক মাসের মধ্যে ব্যাংকাররা সুদহার দুই অংক থেকে এক অংকে নামিয়ে আনবেন বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

আজ রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে জনতা ব্যাংকের এজিএম অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের ফেব্রুয়ারির প্রতিবেদন থেকে জানা যায়, দেশের ৫৭টি বাণিজ্যিক ব্যাংকের মধ্যে সবকটিতেই এখন দুই অঙ্কের সুদ গুনছেন ব্যবসায়ীরা। এর মধ্যে শিল্প প্রতিষ্ঠানে দেয়া ঋণের বিপরীতে ১৫ শতাংশেরও বেশি হারে সুদ আরোপ করছে কোনও কোনও ব্যাংক।

অর্থমন্ত্রী বলেন, সুদহার এক অংকে পৌঁছে যাবে। সেদিকে নজর দেয়া দরকার।

তিনি বলেন, আমরা এ বছর দেখলাম হঠাৎ ব্যাংকগুলোর সুদের হার বাড়তে লাগলো। এই সুদের হার বাড়ার কোনো যৌক্তিকতা নেই। কারণ কোথাও লিকুইডিটির (তারল্য) কোনো সমস্যা নেই। অনেকে বলেছেন, তাদের হাতে লিকুইডিটি রয়েছে, পয়সা রয়েছে তারা সেটা ব্যবহার করে না।

অর্থমন্ত্রী বলেন, এ বছর নির্বাচনের বছর। এ বছর অর্থনীতির স্থিতিশীলতা বিঘ্নিত হওয়ার কোনো সুযোগ নেই।

তিনি বলেন, নির্বাচনের বছরে অর্থনীতি স্বাভাবিকভাবে তত ভালো কাজ করে না। তবু আমি আশা করছি, গেলো বছরের চেয়ে এবছর প্রবৃদ্ধির হার বৃদ্ধি পাবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি, নির্বাচনী বছরে অন্য রকম পরিস্থিতি হওয়ার সুযোগ নেই।

আবুল মাল আবদুল মুহিত বলেন, গতকাল আমি সিদ্ধান্ত নিয়েছি- অর্থ সংকট মেটাতে সরকারি তহবিলের ৫০ শতাংশ অর্থ বেসরকারি ব্যাংকে রাখা যাবে। বর্তমানে এটি ২৫ শতাংশ পর্যন্ত রাখা যায়।

এসআর/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি লিমিটেডের সমরাস্ত্র প্রদর্শনীতে অংশগ্রহণ
X
Fresh