• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

‘যেকোনো মূল্যে কোচিং বন্ধ করতে হবে’

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মার্চ ২০১৮, ১৪:৫৯
ছবি সংগৃহীত

যেকোনো মূল্যে সম্মিলিতভাবে বাংলাদেশে প্রশ্নপত্র ফাঁস এবং কোচিং বাণিজ্য চিরতরে বন্ধ করতে হবে। আমাদের সন্তানরা সারাদিন কোচিং সেন্টারে-সেন্টারে ঘুরে বেড়াবে, তা হতে পারে না।

আজ শনিবার ওসমানী স্মৃতি মিলনায়তনে এক অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, সম্প্রতি শিক্ষামন্ত্রী বলেছেন বাংলাদেশের সব কোচিং সেন্টার অবৈধ। আমরা বলতে চাই সব কোচিং সেন্টার শুধু অবৈধ নয়, দুর্নীতির আখড়াও। আমরা সরকার, ছাত্র-শিক্ষক, অভিভাবক সবাইকে অনুরোধ জানাই- আসুন, এই অবৈধ এবং দুর্নীতিগ্রস্ত কোচিং সেন্টার বন্ধ করার উদ্যোগ গ্রহণ করি।

তিনি শিক্ষকদের উদ্দেশে বলেন, আপনারাই জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আপনাদের সুযোগ-সুবিধা, সামাজিক মর্যাদা, বেতন বৃদ্ধিসহ সব প্রকার উন্নয়নে দুদক আপনাদের পাশে থাকবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: আবার এক অঙ্কের সুদে ঋণ পাবেন ব্যবসায়ীরা
--------------------------------------------------------

দুদক চেয়ারম্যান বলেন, শ্রেণি কক্ষে এমন শিক্ষার ব্যবস্থা করুন যাতে আমাদের সন্তানদের কোচিং সেন্টারে যেতে না হয়।

তিনি বলেন, সরকার বেতন বৃদ্ধি করেছে ঠিকই কিন্তু আমরা চাই শিক্ষকদের বেতন-ভাতা, মর্যাদা আরো বৃদ্ধি করা হোক।

এক রিপোর্টের উদ্ধৃতি করে দুদক চেয়ারম্যান বলেন, একবিংশ শতাব্দীতে যে এগারোটি দেশ বিশ্ব অর্থনীতিতে নেতৃত্ব দিবে, বাংলাদেশ এদের মধ্যে একটি দেশ হিসেবে থাকার সমূহ সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে সবচেয়ে বেশি দায়িত্ব তরুণ প্রজন্মের।

এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দুদক সচিব ড. মো. শামসুল আরেফিন, মহাপরিচালক (প্রতিরোধ) মো. জাফর ইকবাল প্রমুখ।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কোটচাঁদপুরে মাধ্যমিক বিদ্যালয়ে নিয়োগ বাণিজ্যের অভিযোগ 
ঢাকায় আসছেন কাতারের আমির, ১০ চুক্তি সইয়ের সম্ভাবনা
স্ত্রীসহ সাবেক এমপির পিএসের বিরুদ্ধে দুদকের মামলা
অচল গার্মেন্টসকে সচল দেখিয়ে ২ কোটি টাকা লোপাটের অভিযোগ
X
Fresh