• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

এবার অ্যাপে মিলবে ইলেকট্রনিক্স পণ্য মেরামত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩১ মার্চ ২০১৮, ১২:৫৭

এখন থেকে অ্যাপেই মিলবে ইলেকট্রনিক্স কিংবা ইলেকট্রিক্যাল পণ্যের সমস্যার সমাধান। এর জন্য চালু করা হয়েছে নতুন অ্যাপ 'দ্রুত'।

শুক্রবার 'দ্রুত' (Drooto) মোবাইলফোন অ্যাপটি চালুর ঘোষণা দেয় প্রতিষ্ঠানটির ব্যাবস্থাপনা পরিচালক সৈয়দ তাহমিদ জামান রাশিক।

তিনি বলেন, গুগল প্লে স্টোর থেকে 'দ্রুত' (bit.ly/DrootoApp) অ্যাপটি ডাউনলোড করে ঘরে বসেই যেকোনো ইলেকট্রনিক্স কিংবা ইলেকট্রিক্যাল পণ্য মেরামত করা যাবে। প্রথমে 'দ্রুত'-এর অ্যাপে সার্ভিসের জন্য বু্কিং দিতে হবে। এর পর মুহূর্তের মধ্যে আমাদের সার্ভিস টিম পৌঁছে যাবে আপনার ঠিকানায়।

এছাড়া দ্রুত'র রয়েছে ১৩টিরও বেশি নিজস্ব সার্ভিস সেন্টার এবং ১১৫ জন সার্ভিস এক্সপার্ট; যারা অভিজ্ঞতা ও পেশাদারিত্বের দিক দিয়ে প্রশংসনীয় ভূমিকা রেখে চলেছে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দ্রুত সময়ের মধ্যে মুজিবনগরে স্থলবন্দর হবে : জনপ্রশাসনমন্ত্রী 
আইফোনকে টপকে শীর্ষে স্যামসাং
একটি সিদ্ধান্তেই আইপিএলের দ্রুতগতির বোলার মায়াঙ্ক!
ফের হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রাম বিভ্রাটের অভিযোগ
X
Fresh