• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

রূপালী ব্যাংকের লিখিত পরীক্ষা বাতিল, আটক ৫

আরটিভি অনলাইন রিপোর্ট

  ৩০ মার্চ ২০১৮, ২০:০৫

প্রাকৃতিক দুর্যোগের কারণে রূপালী ব্যাংকের অফিসার (ক্যাশ) পদে নিয়োগের লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে। পরীক্ষার সময় কেন্দ্র থেকে ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে ৫ পরীক্ষার্থীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- বগুড়ার ওবায়দুর রহমান, যশোরের বাবলু রহমান, কুড়িগ্রামের আহসানুল কবীর, নড়াইলের আরিফ মলয় ও মাগুরার চঞ্চল কুমার।

শুক্রবার অনুষ্ঠিত পরীক্ষা বাতিলের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মহাপরিচালক ও ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন খান।
--------------------------------------------------------
আরও পড়ুন: ন্যাশনাল লাইফের ইসলামি তাকাফুল বিমার ২৯তম সভা অনুষ্ঠিত
--------------------------------------------------------

তিনি জানান, পরীক্ষার সময় ঝড়ের কারণে প্রথম আধা ঘণ্টা এবং শেষের আধা ঘণ্টায় বিদ্যুৎ ছিল না। এতে পরীক্ষার্থীদের সমস্যা হয়েছে। তাই লিখিত পরীক্ষা বাতিল করা হয়েছে।

পরে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে পরীক্ষার তারিখ জানিয়ে দেয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

এদিন বিকেল সাড়ে তিনটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজে এই পরীক্ষা নেয়া হয়। ৩২৮টি পদের বিপরীতে পরীক্ষায় অংশ নেন চার হাজার পরীক্ষার্থী।

পরীক্ষার সময় কেন্দ্র থেকে ডিজিটাল ডিভাইস ব্যবহারের অভিযোগে আটক পাঁচ পরীক্ষার্থীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্য সচিব মোশাররফ হোসেন খান।

আরও পড়ুন:

কে/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল কবে, জানাল পিএসসি
রাষ্ট্রায়ত্ত চারটিসহ ৯ ব্যাংক রেড জোনে
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ (তালিকা)
৪৫তম বিসিএস পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ
X
Fresh