• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

২ শতাংশ সুদে ৫১ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে কুয়েত

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৭ মার্চ ২০১৮, ১৯:১৭

দেশের উত্তরাঞ্চলের ৫১টি পৌরসভার অবকাঠামো উন্নয়নে কুয়েত ফান্ড ফর আরব ইকোনমিক ডেভেলপমেন্ট (কেএফএইডি) ৫১ মিলিয়ন ডলার ঋণ দেবে।

আজ মঙ্গলবার রাজধানীর শেরে বাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত ঋণচুক্তি সই হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব কাজী শফিকুল আজম এবং কেএফএইডি’র উপ-মহাপরিচালক হামাদ আল-ওমর নিজ নিজ পক্ষে চুক্তিতে সই করেন।

--------------------------------------------------------
আরও পড়ুন: অ্যাংরি বার্ডের ‘রাগ’ কমেছে
--------------------------------------------------------

স্থানীয় সরকার বিভাগের অধীনে এ প্রকল্পের আওতায় রাজশাহী ও রংপুর বিভাগের ছোট ও মাঝারি ৫১ পৌরসভার সড়ক নির্মাণ করা হবে। প্রকল্পের মোট ব্যয় ৮৮৬ কোটি ৬০ লাখ টাকা। বাকি ব্যয় সরকারি খাত থেকে মেটানো হবে।

প্রকল্পের আওতায় পৌরসভার কৃষি, শিল্প, অর্থনৈতিক উন্নয়ন, উন্নত নাগরিক সুবিধা ও নিষ্কাশন ব্যবস্থা, ব্রিজ ও কালভার্ট নির্মাণ করা হবে। এছাড়া পৌরসভার লাইটিং এবং অন্যান্য নাগরিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে আর্থসামাজিক সুবিধা বৃদ্ধি করা হবে।

প্রকল্প ঋণের সুদের হার ২ শতাংশ। ২৫ বছরে সুদসহ সব অর্থ কুয়েত সরকারকে পরিশোধ করতে হবে।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উন্নয়নে ঢাকা-থিম্পু একযোগে কাজের তাগিদ রাষ্ট্রপতির
৮ মাসেই ২০৩ কোটি ডলার বিদেশি ঋণ পরিশোধ
ঋণ করে খাবার কিনছেন দেশের ৪ কোটি মানুষ
বিদেশি ঋণ এখন ১০০ বিলিয়ন ডলারেরও বেশি
X
Fresh