• ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
logo

লিটারে সয়াবিনের দাম বাড়লো ৬ টাকা

ইকরাম হোসেন

  ২১ অক্টোবর ২০১৬, ২২:০৩

খুচরা বিক্রেতার আভাস সত্য হয়েছে, লিটার প্রতি সয়াবিন তেলের দাম বেড়েছে ৬ টাকা। ৫০ লাখ পরিবার যখন ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছে, তখন মোটা চালে দাম বেড়েছে কেজি প্রতি ১০ টাকা। চড়েছে সবজির বাজারও। ব্যবসায়ীর পোয়াবারো অবস্থা হলেও হিমশিম অবস্থা ক্রেতার।

৭ অক্টোবর এক বিক্রেতা ভোজ্য তেলের দাম বাড়ানোর আভাস দেন। তার ইঙ্গিত সত্য হয়েছে। লিটার প্রতি ৬ টাকা বেশি দামে বিক্রি হচ্ছে সয়াবিন তেল।

দেশে ৫০ লাখ পরিবার ১০ টাকা কেজি দরে চাল পাচ্ছে। অথচ মাত্র ১ মাস ৮ দিনের ব্যবধানে অন্যদের তখন কেজিতে ১০ টাকা বেশি দিয়ে ৩৮ টাকায় মোটা চাল কিনতে হচ্ছে। বাংলাদেশে মিনিকেট চালের দাম ঠেকেছে ৪৮ টাকায়।

থেমে নেই সবজির বাজারও। পাল্লা দিয়ে বাড়ছে দাম।

ক্রেতাদের অভিযোগ, বাজারে একটার দাম কমলেই অনেকগুলোর দাম বেড়ে যায়।

তবে ইলিশ না থাকলেও মাছের বাজারে কিছুটা স্বস্তি আছে।

কেজিতে ১০ টাকা কমেছে ব্রয়লার মুরগি দাম। বিক্রি হচ্ছে ১শ ৪০ টাকায়। ডিমের ডজন ৯০ টাকা।

ডিএইচ/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh