• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ফ্লাইট বাড়ালো বিমান বাংলাদেশ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ মার্চ ২০১৮, ১৬:১১

দেশের অভ্যন্তরে ফ্লাইট সংখ্যা বাড়িয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আজ রোববার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে এই কার্যক্রম চালু হয়েছে।

বিষয়টি আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ।

তিনি জানান, ক্রমবর্ধমান যাত্রী চাহিদার প্রেক্ষিতে বিশেষ করে অভ্যন্তরীণ পর্যটন বৃদ্ধি পাওয়ার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অভ্যন্তরীণ রুটসমূহে ফ্লাইট বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ রোববার থেকে এ কার্যক্রম চলবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: আরএফএল চেয়ারে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়
--------------------------------------------------------

“গ্রীষ্মকালীন ফ্লাইট সূচী অনুযায়ী দেশের অন্যতম পর্যটন গন্তব্য কক্সবাজারে সপ্তাহে ৭টির স্থলে ১০টি ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ। ঢাকা-যশোর রুটে সপ্তাহে ৭টির স্থলে ৮টি এবং ঢাকা-বরিশাল রুটে সপ্তাহে ২টির স্থলে ৩টি ফ্লাইট পরিচালনা করবে।”

এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে সপ্তাহে ৩০টি ফ্লাইট থেকে বৃদ্ধি করে ৩২টিতে উন্নীত করা হয়েছে এবং সিলেট রুটে ৩১টির স্থলে ৩৪টি ফ্লাইট পরিচালনা করা হবে।

ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন একটি করে বোয়িং ফ্লাইট এর পাশাপাশি প্রতি সপ্তাহে শনি, সোম ও বৃহস্পতিবার একটি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করা হবে। ঢাকা-কক্সবাজার রুটে ওয়ান ওয়ে সর্বনিম্ন ভাড়া সব প্রকার ট্যাক্স ও সারচার্জসহ চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া গ্রীষ্মকালীন সিডিউল অনুযায়ী চট্টগ্রাম-কক্সবাজার রুটে সপ্তাহে ৩টি ফ্লাইট পরিচালনা করবে। শনি, সোম ও বৃহস্পতিবার চট্টগ্রাম থেকে সকাল ৮টা ১৫ মিনিটে ছাড়বে এবং কক্সবাজার পৌঁছবে ৮টা ৪০ মিনিটে।

চট্টগ্রাম-কক্সবাজার রুটে ওয়ান ওয়ে ভাড়া নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ১৫০০ টাকা। ঢাকা-রাজশাহী ও ঢাকা-সৈয়দপুর রুটে প্রতি সপ্তাহে যথাক্রমে ৪টি ও ৭টি ফ্লাইট পরিচালনা করছে বিমান।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বেড়েই চলছে নারী নির্যাতন
গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশ, প্রধানমন্ত্রীর সফরে চোখ সবার
৪৬তম বিসিএস প্রিলি শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা
বাংলাদেশ সিরিজের জন্য আইপিএল ছাড়ছেন রাজা!
X
Fresh