• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের ব্যয় বেড়েছে ৩৯০ কোটি টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২০ মার্চ ২০১৮, ১৮:৫০

শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের প্রকল্প ব্যয় ৩৯০ কোটি ৪১ লাখ বাড়িয়ে ৯১২ কোটি ৮০ লাখ করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে প্রকল্পটি ৫২২ কোটি ৩৯ লাখ টাকা ব্যয়ে ২০১৫ সালের ২৪ নভেম্বর একনেক সভায় অনুমোদন হয়। প্রকল্পটি জানুয়ারি ২০১৬ থেকে ডিসেম্বর ২০১৮ মেয়াদে বাস্তবায়নের কথা রয়েছে।

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ অনুমোদন দেয়া হয়।

মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেয়া হয়।

এদিকে পায়রা সমুদ্র বন্দরের অবকাঠামো উন্নয়নে সংশোধনী প্রকল্পের অনুমোদন দেয়া হয়েছে। এর ফলে পায়রা সমুদ্র বন্দরের ব্যয় বেড়েছে দ্বিগুণ। এতে ব্যয় ধরা হয়েছে ৩ হাজার ৩৫০ কোটি ৫১ লাখ টাকা। ২০১৫ সালে অনুমোদনের সময় এর ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ১২৮ কোটি ৪৩ লাখ টাকা।
--------------------------------------------------------
আরও পড়ুন: ইলেকট্রিক বাস চালু হচ্ছে কলকাতায়
--------------------------------------------------------