• ঢাকা বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
logo

৯৯৯ সিঁড়ি পার হয়ে রেকর্ড করল যে গাড়ি (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৮, ১৫:০৫

চীনের তিয়েনমান পর্বতে প্রথমবারের মতো ৯৯৯টি সিঁড়ি পার হয়ে বিশ্ব রেকর্ড গড়েছে একটি গাড়ি। এই রেকর্ড গড়া গাড়িটি রেঞ্জ রোভার পি৪০০ই। ঘটনাটি ঘটেছে চীনের ‘হ্যাভেনস গেটসে’।

শুধু ৯৯৯টি ধাপ সিঁড়ি নয়, এতে ৯৯টি বাঁক ও ৪৫ ডিগ্রির ঢাল ছিল। এ ঘটনা বিশ্ব রেকর্ডও গড়েছে।

মাত্র ২৩ মিনিটে ৭ মাইল দীর্ঘ ওই প্রতিকূল রাস্তা পার করেছে বিদ্যুৎ চালিত গাড়িটি। আর কাজটি সম্পন্ন করেছেন দক্ষ চালক হো পিন তুং।

এর মাধ্যমে প্রমাণিত হলো- রেঞ্জ রোভারের ইলেকট্রিক গাড়ি অত্যন্ত প্রতিকূল রাস্তা দিয়েই চলাচল করতে সক্ষম। যেটি ছিল গাড়ি নির্মাতা কোম্পানির জন্য একটি বড় চ্যালেঞ্জ।

তিয়েনমান পর্বতের ওই পথটি ড্রাগন রোড নামে পরিচিত। যেটি ড্রাগনের লেজের মতো আঁকাবাঁকা। রেঞ্জ রোভারের চ্যালেঞ্জ ছিল গাড়িটি চলার পথে সিঁড়ি বেয়ে পর্বতের শেষ লক্ষ্যে পৌঁছানো। অবশেষে ২২ মিনিট ৪১ সেকেন্ডে তা সফল হয়।

গাড়িটি চলার সময় চালককে সতর্ক করা হয়েছিল- কোনোভাবেই যদি তিনি পেছনে সরে যায়, তবে নির্ঘাত মৃত্যু হবে। তুং বলছিলেন, আমার শরীর কাঁপছিল। কারণ এটাই ছিল আমার প্রথম অভিজ্ঞতা।

ভিডিওতে দেখুন

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পুরনো গাড়ির মতো বসে গেছে বিএনপি : পররাষ্ট্রমন্ত্রী
সংসদ সদস্যের গাড়িতে হামলা, যুবক আটক
গাড়ি মালিকদের জন্য সুখবর
এক্সপ্রেসওয়েতে গাড়িতে আগুন
X
Fresh