• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

এক মাস পর তেজ দেখাচ্ছে লেনদেন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৮, ১১:৪৮

সূচকের গতি নিম্নমুখী এবং বেশিরভাগ কোম্পানির শেয়ারে দরপতন হলেও প্রায় এক মাস পর তেজ দেখাচ্ছে লেনদেন। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বাজার শুরুর মাত্র এক ঘণ্টায় ৩৩০ কোটি টাকা লেনদেন হয়েছে।

অথচ গেলো দেড় সপ্তাহেও এ বাজারে সারাদিন মিলে লেনদেন ৩৪০ কোটির ঘর পেরুতে পারেনি।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দেখা যায়, ডিএসইতে অংশ নিয়েছে ২৮২ কোম্পানি ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে মূল্য বৃদ্ধি হয়েছে ৯৪টির, দরপতন হয়েছে ১৪২টির। আর দর অপরিবর্তিত আছে ৪৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারদর।

এসময় পর্যন্ত ঢাকার বাজারে লেনদেন হয়েছে প্রায় ৩৩২ কোটি টাকা। অথচ গতকাল সারাদিনে লেনদেন ছিল ২৭৫ কোটি টাকা, যা তার আগের দিনের চেয়ে ৬৩ কোটি ৫৮ লাখ টাকা কম ছিল।

--------------------------------------------------------
আরও পড়ুন: স্বর্ণের ভরি আজ থেকে ৫০ হাজার ৯৫৪ টাকা
--------------------------------------------------------

আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২১ পয়েন্ট কমে কমে ৫ হাজার ৭০০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক প্রায় ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৩৪৪ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ১১০ পয়েন্টে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনের এই সময়ে প্রায় আড়াই কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসই সার্বিক সূচক (সিএএসপিআই) ৫৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৬০৬ পয়েন্টে।

এ সময়ে সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ১০৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতালে ফেলে যাওয়া নবজাতক দত্তক পেলেন সেবিকা
সবজির বাজার চড়া, কমেনি মুরগির দাম
জোরেশোরে চলছে কারওয়ান বাজার সরিয়ে নেওয়ার কাজ (ভিডিও)
নিপুণের অর্থ লেনদেনের অডিও ফাঁস
X
Fresh