• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

স্বর্ণের ভরি আজ থেকে ৫০ হাজার ৯৫৪ টাকা

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৮, ১০:৪৩

প্রায় দেড় মাস পর দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণের দাম। ভরিতে সর্বোচ্চ মানের স্বর্ণের দর এবার কমানো হয়েছে প্রায় এক হাজার ৩০০ টাকা। আজ সোমবার থেকে এই নতুন দর কার্যকর হয়েছে।

বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) গতকাল রোববার এক সিদ্ধান্তে স্বর্ণের দর কমার তথ্য জানায়।

নতুন দর অনুযায়ী, আজ সোমবার থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৫০ হাজার ৯৫৪ টাকা। গতকাল পর্যন্ত যা বাজারে বিক্রি হচ্ছে ৫২ হাজার ২৩৬ টাকা।

আর ২১ ক্যারেটের ভরি হচ্ছে ৪৮ হাজার ৬৮০ টাকা। এছাড়া ১৮ ক্যারেট ৪৩ হাজার ৬০৮ টাকা এবং স্বনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২৬ হাজার ৪০৯ টাকা।

--------------------------------------------------------
আরও পড়ুন: আরও ৯ বছর জিএসপি সুবিধা পাবে বাংলাদেশ
--------------------------------------------------------

গতকাল রোববার পর্যন্ত ২১ ক্যারেটের স্বর্ণ ৪৯ হাজার ৯২১ টাকায়, ১৮ ক্যারেটের ৪৪ হাজার ৬৫৭ টাকা এবং স্বণাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হয় ২৭ হাজার ৪০০ টাকায়।

সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগারওয়ালা বলেন, আন্তর্জাতিক বাজারে দাম কমায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে দর কমানোর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ২৫ জানুয়ারি বাজুস ভালো মানের স্বর্ণ ৫০ হাজার ৭৩৮ টাকা থেকে দেড় হাজার টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন:

এসআর/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
হিলিতে কমেছে পেঁয়াজের দাম, অপরিবর্তিত আদা-রসুনের দাম 
পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার পরও কমেছে দাম
রাজধানীর যেসব স্থানে কৃষকের দামে মিলবে তরমুজ
X
Fresh