• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

ঢাকায় ইউনিলিভার পরিবেশকের ভল্ট ভেঙে ৭২ লাখ টাকা চুরি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ মার্চ ২০১৮, ১৭:৩২
ছবি প্রতীকী

ঢাকায় খিলগাঁওয়ের একটি ব্যবসায় প্রতিষ্ঠানের ভল্ট ভেঙে ৭২ লাখ টাকা চুরি হয়েছে। খিলগাঁওয়ের চৌধুরীপাড়ার এসমা লিমিটেড নামে ওই প্রতিষ্ঠানটি বহুজাতিক কোম্পানি ইউনিলিভারের পরিবেশক।

আজ রোববার সকালে এ ঘটনা ঘটেছে বলে রামপুরা থানার ওসি প্রলয় কুমার সাহা আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চৌধুরীপাড়ার ৪২৫/বি এর চতুর্থ তলায় প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে এই চুরির ঘটনা ঘটেছে।

এসমা লিমিটেডের ব্যবস্থাপক শেখ ফরিদ উদ্দিন আহমেদ জানান, সকাল সাড়ে ৮টার দিকে অফিসের স্টাফরা এসে দরজার তালা খুলতে গেলে দেখে ভেতর থেকে দরজা লাগানো। এরপর তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখে ভল্ট এবং এর সামনের দরজা ভাঙা।

প্রলয় কুমার সাহা বলেন, এসমা লিমিটেড বিষয়টি আমাদের কাছে জানিয়েছে। আমরা তদন্ত করে দেখছি। নৈশ প্রহরীসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ভল্ট ভেঙেও রুমার ব্যাংকের টাকা নিতে পারেনি সন্ত্রাসীরা
কুষ্টিয়ায় ইসলামী ব্যাংকের ভল্ট ভেঙে টাকা চুরি
জনতা ব্যাংকের ভল্ট থেকে উধাও ৫ কোটি টাকা, গ্রেপ্তার ৩
X
Fresh