• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

সিংগাইরে ১৬২ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র হচ্ছে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৪ মার্চ ২০১৮, ১৮:১১

ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা মেটাতে নতুন নতুন উদ্যোগ নিচ্ছে সরকার। এর আওতায় মানিকগঞ্জের সিংগাইরে ১৬২ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ডুয়েল-ফুয়েল ভিত্তিক আইপিপি বিদ্যুৎকেন্দ্র স্থাপনের অনুমতি দেয়া হয়েছে।

আজ বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে প্রকল্পটি অনুমোদন দেয়া হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মোস্তাফিজুর রহমান জানান, নতুন এ বিদ্যুৎ কেন্দ্রটির মেয়াদ হবে ১৫ বছর। এই বিদ্যুৎ কেন্দ্র থেকে সরকার প্রতি কিলোওয়াট ৮ টাকা ২৮৬৮ পয়সায় বিদ্যুৎ কিনবে।

যৌথভাবে কেন্দ্রটি স্থাপন করবে চায়না কোম্পানি কনসোর্টিয়াম অব চ্যাংজু হু টাং কোল পাওয়ার লিমিটেড এবং বাংলাদেশের কোম্পানি বাংলাদেশ অ্যান্ড চেস পাওয়ার লিমিটেড।

আজকের বৈঠকে ভারতের খোলা বাজার থেকে কেনা ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির মেয়াদ ৬ মাস বাড়ানোর প্রস্তাব অনুমোদন দেয়া হয়। প্রতি কিলোওয়াট-ঘণ্টা ৫ টাকা ৯৮৫৯ পয়সা দরে এ বিদ্যুৎ আমদানি করা হবে। এতে ব্যয় হবে ৬১৬ কোটি টাকা।

আরও পড়ুন:

এসআর/সি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ইতিহাস গড়ল ইউএস-বাংলা, আবুধাবিতে বেসরকারি ফ্লাইট চালু
‘স্বচ্ছতা ও পেশাদারিত্বের সঙ্গে সরকারি অনুদানের চলচ্চিত্র বাছাই হবে’
নবাবগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
তীব্র গরমে পশ্চিমবঙ্গে সরকারি স্কুল বন্ধ ঘোষণা
X
Fresh