• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চীনে প্রবৃদ্ধির হার স্থিতিশীল

আরটিভি অনলাইন ডেস্ক

  ১৯ অক্টোবর ২০১৬, ১৬:৪৭

চীনে এ বছরের তৃতীয় প্রান্তিকে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল রয়েছে। জুলাই-সেপ্টেম্বরে প্রান্তিকে দেশটির প্রবৃদ্ধির হার ৬ দশমিক ৭ শতাংশ।

চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর বরাত দিয়ে বুধবার বিবিসি এ তথ্য জানিয়েছে।

গেলো দু’ প্রান্তিকেও প্রবৃদ্ধির হার স্থিতিশীল ছিল। অর্থাৎ, ৩ প্রান্তিক (১ প্রান্তিক= ৩ মাস) ধরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশটিতে অর্থনৈতিক প্রবৃদ্ধি স্থিতিশীল রয়েছে।

বছরের শুরুতে চীনের বাজার ও মুদ্রায় সঙ্কট দেখা দেয়। এসময় আশঙ্কা করা হয়, ভবিষ্যতে দেশটির অর্থনীতিতে আরো মন্থর গতি দেখা দিতে পারে। তবে সে আশঙ্কা উড়ে গিয়ে দেশটিতে এখন অর্থনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে।

বিশেষজ্ঞদের ধারণা, অর্থনীতির এ অবস্থা বিনিয়োগকারীদের আশ্বস্ত করবে।

সংশ্লিষ্টরা বলছেন, চীনে অর্থনৈতিক প্রবৃদ্ধির বর্তমান অবস্থাই প্রত্যাশিত ছিল।

এদিকে, দেশটির জাতীয় পরিসংখ্যান ব্যুরো বিবৃতিতে জানায়, বর্তমান অবস্থা প্রত্যাশার চেয়ে ভালো। চলতি বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা সাড়ে ৬ থেকে ৭ শতাংশ। দেশের অর্থনীতি সেদিকেই এগিয়ে যাচ্ছে।

চীনের অর্থনৈতিক পরিস্থিতি গোটা বিশ্বের অর্থনীতির ওপর প্রভাব ফেলে। বিশেষ করে আমদানির ওপর। দেশটির অর্থনীতি মন্থর হলে বিভিন্ন দেশের পণ্যের দাম কমে যাবার আশঙ্কা সৃষ্টি হয়।

ডিএইচ/এসজেড

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh