• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

দুই বছর পর বাংলাদেশ থেকে কার্গো উড়ছে যুক্তরাজ্যে

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৩ মার্চ ২০১৮, ১৪:৪৬

দীর্ঘ প্রায় দুই বছর পর আগামীকাল বুধবার যুক্তরাজ্যের উদ্দেশে কার্গোবিমান উড়া শুরু হবে।

আজ মঙ্গলবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ আরটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ ব্যাপারে আমাদের প্রস্তুতি শেষ হয়েছে। আগামীকাল (বুধবার) সকাল ১০টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউকের উদ্দেশে বিজি-০০১ ছেড়ে যাবে।

নিরাপত্তার কারণ দেখিয়ে ২০১৬ সালের মার্চ থেকে বাংলাদেশের সঙ্গে আকাশপথে সরাসরি কার্গো পরিবহন স্থগিত করে যুক্তরাজ্য। সে সময় হজরত শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজের অপ্রতুল নিরাপত্তা ব্যবস্থা ও বহিরাগতদের অবাধ প্রবেশের সুযোগকে কারণ হিসেবে দেখানো হয়।

এই নিষেধাজ্ঞা প্রত্যাহারে এরপর কিছু শর্ত জুড়ে দেয়া হয়। শর্ত পূরণের পর গত ১৮ ফেব্রুয়ারি তা প্রত্যাহার করে নেয় যুক্তরাজ্য।

--------------------------------------------------------
আরও পড়ুন: বাংলাদেশি শ্রমিকদের জন্য অন্যতম পছন্দের দেশ সিঙ্গাপুর
--------------------------------------------------------

কিন্তু নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হলেও এসিসি-৩ সনদ নবায়ন না হওয়ায় যুক্তরাজ্যে কার্গো পরিবহন করতে পারছিল না বিমান। এ অবস্থায় ইউরোপিয়ান এভিয়েশন সিকিউরিটি এজেন্সির একজন অডিটরকে দিয়ে বিমানের কার্গো পরিবহনে নিরাপত্তার বিষয়টি পরিদর্শন করিয়ে নেয় যুক্তরাজ্য।

বিমান বাংলাদেশ সূত্রে জানা গেছে, আজ ভোরে অত্যাবশ্যকীয় ‘এয়ার কার্গো সিকিউরিটি-৩’ (এসিসি-৩) সনদ পেয়েছে বিমান কর্তৃপক্ষ।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রানওয়েতে দুই বিমানের সংঘর্ষ, অল্পের জন্য বাঁচলেন ১৩৫ যাত্রী
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
বিমানবন্দরে ডলার আত্মসাৎ, ১৯ ব্যাংকারসহ ২১ জনের বিরুদ্ধে মামলা
গাজায় বিমান থেকে ফেলা ত্রাণ নিতে গিয়ে নিহত ১৮
X
Fresh