• ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
logo

জলবায়ু ঝুঁকি মোকাবেলায় ২শ’ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

অনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর ২০১৬, ১৮:৫২

আসছে ৩ বছরে বাংলাদেশকে ২শ’ কোটি ডলার সহায়তা দেবে বিশ্বব্যাংক। জানালেন ব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।

মঙ্গলবার বিকেলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।

বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট বলেন, গেলো ২ বছরে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অসন্তোষ থাকলেও, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থার উন্নতি হয়েছে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে বাংলাদেশ অভাবনীয় উন্নতি করছে। দারিদ্র‌্য দূরীকরণে সময়োচিত পদক্ষেপ নিয়েছে।

জিম ইয়ং কিম বলেন, দুর্নীতির অভিযোগ করে পদ্মাসেতুতে অর্থায়ন বন্ধ করলেও সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সরকারের যোগাযোগ ব্যবস্থায় কোনো প্রকল্প থাকলে বিশ্বব্যাংক সেখানে অর্থায়ন করবে।

এর আগে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে জিম ইয়ং কিম বলেন, শিশুদের অপুষ্টি দূর করতে বাংলাদেশকে বর্তমানের তুলনায় ১শ’ কোটি ডলার বেশি দেয়া হবে।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
X
Fresh