• ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
logo

মালিকানা বিক্রিতে এক বছর সময় পেল সিএসই

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৭ মার্চ ২০১৮, ১৯:২৯

কৌশলগত মালিকানা বিক্রির জন্য বিনিয়োগকারী খুঁজতে আরও এক বছর সময় পেয়েছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই)।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এই সময় বাড়িয়েছে।

এর মাধ্যমে সিএসইর কৌশলগত বিনিয়োগকারীর সঙ্গে চুক্তির মেয়াদ আগামী ৮ মার্চ ২০১৯ সাল পর্যন্ত বাড়ানো হলো।

আজ বুধবার বিএসইসির ৬৩৩তম সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

--------------------------------------------------------
আরও পড়ুন: ৫০০ কোটি টাকার বন্ড ছাড়ছে সাউথইস্ট ব্যাংক
--------------------------------------------------------

কৌশলগত বিনিয়োগকারী চূড়ান্ত করতে চলতি বছরের ৮ মার্চ পর্যন্ত সময় বেঁধে দিয়েছিলো বিএসইসি। সেই সময় শেষ হওয়ার একদিন আগেই নতুন করে আরও এক বছর সময় বাড়ালো কমিশন।

কমিশন বলছে, যোগ্য কৌশলগত বিনিয়োগকারী নির্ধারণে সিএসই কাজ করছে। এরইমধ্যে ৪৬টি স্টক এক্সচেঞ্জে ও ৪২টি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীকে চিঠি পাঠিয়েছে।

ডিমিউচ্যুয়ালাইজেশন স্কিমের শর্ত অনুযায়ী, ব্লকড হিসেবে থাকা স্টক এক্সচেঞ্জের ৬০ শতাংশ শেয়ার কৌশলগত, প্রাতিষ্ঠানিক ও সাধারণ বিনিয়োগকারীদের কাছে বিক্রির বাধ্যবাধকতা রয়েছে।

এর মধ্যে স্টক এক্সচেঞ্জের মোট শেয়ারের ২৫ শতাংশ (সংরক্ষিত শেয়ার থেকে) কৌশলগত বিনিয়োগকারীর কাছে এবং বাকি ৩৫ শতাংশ শেয়ার আইপিও প্রক্রিয়ার মাধ্যমে সাধারণ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীর কাছে বিক্রি করতে হবে।

অন্যদিকে ৪০ শতাংশ শেয়ারের মালিক থাকবে স্টক এক্সচেঞ্জের সদস্য বা ব্রোকারেজ প্রতিষ্ঠান।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
‘জায়েদ খানের বিয়ে’, ফেসবুকে শেয়ার করলেন জায়েদ নিজেই
জেমিনির ভুলে বিপাকে গুগল সিইও, হারাতে পারেন চাকরি 
‘অপতথ্য মোকাবিলায় আইনের খসড়া শেয়ার করবে ইইউ’
অ্যান্টার্কটিকার মালিকানা দাবি ইরানের
X
Fresh