• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

এবার উড়ন্ত গাড়ি আনবে পোরশে

আরটিভি অনলাইন ডেস্ক

  ০৭ মার্চ ২০১৮, ১৭:৪১

উড়ন্ত গাড়িতে মানুষকে চড়াতে উঠেপড়ে লেগেছে গাড়ি নির্মাতা কোম্পানিগুলো। ফক্সওয়াগন স্পোর্টস কার নির্মাতা এবার আগ্রহ দেখাচ্ছে উড়ন্ত ট্যাক্সিক্যাব নির্মাণ করতে। প্রতিযোগিতায় নামছে পোরশেও।

তবে কোম্পানিটি বলছে, এই প্রযুক্তির গাড়ি আনতে তাদের আগামী এক দশক সময় লেগে যেতে পারে।

জেনেভা অটো শো-২০১৮ তে এ তথ্য জানিয়েছেন পোরশের আরঅ্যান্ডডি বিভাগের প্রধান মাইকেল স্টেইনার।
--------------------------------------------------------
আরও পড়ুন: ডট বাংলার ডোমেইন ফি এখন ৮০০ টাকা
--------------------------------------------------------

রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, উড়ুক্কু গাড়ির নকশার জন্য অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করতে পারে পোরশে। প্রচলিত গাড়ি থেকে শুরু করে স্বচালিত গাড়িকে অ্যাপের মাধ্যমে শেয়ার ব্যবস্থার আওতায় আনতে পারে প্রতিষ্ঠানটি।

গত বছরে জেনেভা অটো শোতে পপ ডটআপ নামের একটি দুই আসনের উড়ুক্কু গাড়ি দেখিয়েছে গাড়ি নকশাকারী ইটালডিজাইন ও এয়ারবাস। শহরের যানজট এড়াতেই নকশা করা হয়েছে গাড়িটি।

উড়ুক্কু গাড়ির বাজারে পোরশের প্রতিদ্বন্দ্বী হতে পারে ডেইমলার, লিলিয়াম জেট ও ইভলভোর নিয়ন্ত্রণাধীন ভলোকপ্টার, টেরাফুগিয়া ও ক্যালিফোর্নিয়াভিত্তিক জলবি অ্যাভিয়েশন।

মাইকেল স্টেইনার বলেন, যানজটপূর্ণ এলাকায় কীভাবে এটি স্বতন্ত্রভাবে কাজ করবে- তা নিয়ে আমরা গবেষণা করছি।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
আ.লীগ নেতার গাড়িতে মুহুর্মুহু ককটেল হামলা
চার উইকেট নিয়ে আইপিএলে উড়ন্ত সূচনা মোস্তাফিজের
ভূমি কর্মকর্তার গাড়িচালকের অত্যাচারে অতিষ্ঠ একাধিক পরিবার
গাড়িচাপায় মরেছে এক ভাই, আরেক ভাইকে বাসায় আনলেন পিয়া
X
Fresh