• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

গার্মেন্টসে কর্মস্থানের প্রবৃদ্ধি কমছে: সিপিডি

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মার্চ ২০১৮, ১৪:৫১

দেশের তৈ‌রি পোশাক খা‌তে কর্মসংস্থানের প্রবৃ‌দ্ধি কমছে ব‌লে জা‌নি‌য়ে‌ছে বেসরকা‌রি গ‌বেষণা প্র‌তিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)। চার বছরে (২০১২-২০১৬) এই প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩ শতাংশ।

শনিবার রাজধানীর একটি হোটেলে পোশাক খাতের সার্বিক পরিস্থিতি বিষয়ে সিপিডির প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে এসব তথ্য উ‌ঠে আসে।

১৯৩টি প্রতিষ্ঠানের ২ হাজার শ্রমিকদের মধ্যে জরিপ চালিয়ে এ গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে সিপিডি।

গ‌বেষণা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত চার বছ‌রে পোশাক খাতে কর্মসংস্থানের প্রবৃ‌দ্ধি হয়ে‌ছে ৩ দশমিক ৩ শতাংশ। যা ২০০৫ থেকে ২০১২ পর্যন্ত ছিল ৪ দশমিক শূন্য ১ শতাংশ।

সেই হি‌সে‌বে চার বছ‌রে কর্মসংস্থানের প্রবৃ‌দ্ধির হার ক‌মে‌ছে দশ‌মিক ৭১ শতাংশ। সার্বিকভাবে তৈরি পোশাক খাতে নারী শ্রমিকের সংখ্যাও ক‌মে‌ছে।

গ‌বেষণা প্রতিবেদন উপস্থাপন করেন সিপিডির গবেষণা শাখার পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম।

প্র‌তি‌বেদ‌নে বলা হয়, ‘পরিবারতন্ত্রে পরিচালিত বোর্ডের হার শতকরা ৮৯ শতাংশ’। অর্থাৎ প্র‌তিষ্ঠানগু‌লোর পরিচালনা বোর্ড অধিকাংশই একই পরিবারের সদস্য দ্বারা প‌রিচা‌লিত হয়।

পুরুষ নারীদের মজুরীর ক্ষেত্রে গড়ে তিন শতাংশ বেতন বৈষম্য রয়েছে। এখানে পুরুষদের বেতন গড়ে সাত হাজার ২৭০ টাকা অার নারীদের সাত হাজার ৫৮ টাকা।

রানা প্লাজা দুর্ঘটনার পর দেশে পোশাক খাতে সামাজিকভাবে অগ্রগতি হলেও অর্থনৈতিকভাবে অগ্রগতি পিছিয়ে। নারী পুরুষের বেতন বৈষম্য কমে অাসলেও নারী কর্মসংস্থানের হার কমেছে।

এসময় উপস্থিত ছিলেন সিপিডির চেয়ারম্যান রেহমান সোবহান, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান, সিপিডির রিসার্চ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, বি‌কেএমইএ সহ-সভাপতি ফজলে শামীম, শ্র‌মিক নেতা বাবুল আক্তার, শামসুন নাহার প্রমুখ।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
অচল গার্মেন্টসকে সচল দেখিয়ে ২ কোটি টাকা লোপাটের অভিযোগ
২০৩২ সাল পর্যন্ত জিএসপি সুবিধা পেতে আয়ারল্যান্ডের সমর্থন চান প্রধানমন্ত্রী
সিদ্ধিরগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে লেকের পানিতে গার্মেন্টস শ্রমিকদের বাস
দেশে কওমি মাদরাসা থাকা নিয়ে নিজের বক্তব্য তুলে ধরলেন শিক্ষামন্ত্রী
X
Fresh