• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

রবির ব্যাংক হিসাব জব্দ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৬ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৫৪

প্রায় ১৯ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে মোবাইলফোন অপারেটর কোম্পানি রবি আজিয়াটা লিমিটেডের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। আজ সোমবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন বৃহৎ করদাতা ইউনিট (এলটিউ)-মূল্য সংযোজন কর (মূসক) শাখা এ ব্যাংক হিসাব জব্দ করে।

আগামী ৩ কার্যদিবস পর্যন্ত কোম্পানিটির ব্যাংক হিসাব জব্দ থাকবে। এনবিআর সূত্রে এ তথ্য জানা গেছে।

এলটিইউ এর কমিশনার মো. মতিউর রহমান সই করা এ সংক্রান্ত একটি চিঠি সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বরাবর পাঠানো হয়।

চিঠিতে বলা হয়, মূল্য সংযোজন কর আইন, ১৯৯১ এর ২৬ ধারা অনুযায়ী রবির রাজস্ব ফাঁকি উৎঘাটনে এলটিইউ এর অতিরিক্ত কমিশনারের নেতৃত্বে একটি টিম গঠন করা হয়।