• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

৩০ শতাংশ লভ্যাংশ দেবে ডাচ-বাংলা ব্যাংক

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:১১

বিনিয়োগকারীদের শেয়ারে ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ডাচ-বাংলা ব্যাংক। ব্যাংকটির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য এই লভ্যাংশের সুপারিশ করেছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানিটির সবশেষ সভায় এ সিদ্ধান্ত হয়।

আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসইর তথ্য মতে, ৩১ ডিসেম্বর, ২০১৭ শেষ হওয়া হিসাব বছরের জন্য এই লভ্যাংশের সুপারিশ করা হয়েছে।

এসময় পর্যন্ত কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ টাকা ২৮ পয়সা। আর শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৭ টাকা ৪১ পয়সা।

আগের বছর যা যথাক্রমে ছিল ৮ টাকা ৮৮ পয়সা ও ৮৮ টাকা ৩৬ পয়সা।

সে হিসেবে বছর ব্যবধানে ডাচ-বাংলা ব্যাংকের মুনাফা বেড়েছে।

লভ্যাংশ বিবেচনার জন্য কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে আগামী ২৯ মার্চ। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৪ মার্চ।

আরও পড়ুন:

এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
বাংলাদেশি টাকায় আজকের মুদ্রা বিনিময় হার (২৯ মার্চ)
নিউইয়র্কে বাংলাদেশির মৃত্যু নিয়ে পুলিশের বক্তব্যে ভাইয়ের বিরোধিতা
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
X
Fresh