• ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
logo

আবারও ১০ টাকায় চাল

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২২ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২০

আবারও ১০ টাকা কেজিতে অতি দরিদ্রদের জন্য চাল দেয়া কর্মসূচি চালু করছে সরকার। আগামী মার্চ থেকে অতি দরিদ্র ৫০ লাখ পরিবার এই চাল পাবে। প্রতি মাসে প্রত্যেক পরিবারকে দেয়া হবে ৩০ কেজি করে চাল। জানালেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।

বৃহস্পতিবার খাদ্য অধিদপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান।

খাদ্যমন্ত্রী বলেন, চলতি আমন মৌসুমে ছয় লাখ মেট্রিক টন চাল কেনার সিদ্ধান্ত নেয় সরকার। ইতোমধ্যে পাঁচ লাখ ৪০ হাজার মেট্রিক টন চাল সংগ্রহ করা হয়েছে। বাকিটাও নির্দিষ্ট সময়ের মধ্যে সংগ্রহ করা হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: বিমা কোম্পানির সিইও নিয়োগে হাইকোর্টের রুল
--------------------------------------------------------

তিনি বলেন, বর্তমানে সরকারের খাদ্যশস্য মজুদ আছে ১৪ লাখ ২০ হাজার মেট্রিক টন। এর মধ্যে ১০ লাখ ৪০ হাজার মেট্রিক টন চাল এবং বাকিটা গম।

খাদ্যমন্ত্রী বলেন, ২০১৬ সালের ৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় হতদরিদ্রদের জন্য ‘খাদ্য বান্ধব কর্মসূচি’ উদ্বোধন করেন। এই কর্মসূচির আওতায় ৫০ লাখ হতদরিদ্র পরিবারকে ১০ টাকা করে(প্রতি কেজি) প্রতি মাসে ৩০ কেজি চাল বিতরণ করা হয়।

তিনি বলেন, ওই বছরের সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এবং পরের বছরের মার্চ ও এপ্রিল এই পাঁচ মাস চাল বিতরণ করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বদরুল হাসান, খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদসহ অধিদপ্তর ও মাঠ পর্যাযের বিভিন্ন শ্রেণির কর্মকর্তারা।

আরও পড়ুন:

কে/এসআর

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মাদকের টাকার জন্য স্ত্রীকে ধর্ষকদের হাতে তুলে দিলেন স্বামী
ঘরে বসেই করা যাবে ডেঙ্গু পরীক্ষা, খরচ ১২০ টাকা
পাগলা মসজিদের দানবাক্সে ২৭ বস্তা টাকা, ৪ ঘণ্টায় গোনা হলো কত?
চলমান তাপদাহে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সিদ্ধান্ত
X
Fresh