• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

আমানত ও ঋণসীমা সমন্বয়ে আরও ৬ মাস পাবে ব্যাংকগুলো

আরটিভি অনলাইন রিপোর্ট

  ২১ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:৪১

ব্যাংকের আমানতের তুলনায় ঋণ বিতরণের সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সীমা সমন্বয়ের জন্য আরও ৬ মাস সময় পাবে ব্যাংকগুলো।

মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক সময়সীমা বাড়িয়ে নির্দেশনা জারি করেছে।

বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংকগুলোর এডিআর (ঋণ-আমানত অনুপাত) সমন্বয়ের সময়সীমা আরও ছয় মাস বাড়ানো হয়েছে। এখন পুরো ২০১৮ সাল জুড়ে ব্যাংকগুলো এডিআর সমন্বয় করতে পারবে।

এর আগে গত ৩০ জানুয়ারি কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোর এডিআর কমানোর ঘোষণা দেয়। ওই সময় সমন্বয়সীমা ৩০ জুনের মধ্যে সমন্বয় করতে বলা হয়েছিল। এখন তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হলো।

গত ২৯ জানুয়ারি মুদ্রানীতি দেওয়ার সময় এডিআর কমানোর ঘোষণা দিয়েছিলেন গভর্নর ফজলে কবির।

পরের দিন এক সার্কুলারে প্রচলিত ধারার ব্যাংকগুলোর জন্য এডিআর ৮৫ শতাংশ থেকে কমিয়ে ৮৩ শতাংশে নামিয়ে আনা হয়।

আর ইসলামী শরীয়াহ্ভিত্তিক ব্যাংক এবং প্রচলিত ধারার ব্যাংকের ইসলামী ব্যাংকিং কার্যক্রমের জন্য এডিআর এডিআর ৯০ শতাংশ থেকে ৮৯ শতাংশে নামিয়ে আনা হয়।

এডিআর কমানোর পর ব্যাংকগুলো এখন চড়া সুদে আমানত সংগ্রহ করছে। ফেব্রুয়ারি থেকে প্রায় সব ব্যাংকই তাদের আমানতের সুদের হার বাড়িয়েছে।

আরও পড়ুন:

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চট্টগ্রামে ঈদে নতুন নোট পাওয়া যাবে ব্যাংকের যেসব শাখায়
প্রতি বছর দূষণে প্রাণ হারাচ্ছেন পৌনে ৩ লাখ বাংলাদেশি
আইএমএফের হিসাবে দেশের রিজার্ভ কত, জানাল কেন্দ্রীয় ব্যাংক
বিমানবন্দরে ডলার কারসাজি : ১৯ ব্যাংকারসহ ২১ জনের নামে মামলা
X
Fresh