• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

পুঁজিবাজারে বড় দরপতন

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৮ ফেব্রুয়ারি ২০১৮, ১৮:২৪

দরপতনের ধারা অব্যাহত দেশের পুঁজিবাজারে। আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে বাজারে বড় ধরনের দরপতন হয়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার দিন শেষে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে। সেই সঙ্গে কমেছে হাতবদল হওয়া বেশিরভাগ শেয়ার ও মিউচুয়াল ফান্ডের দর।

ডিএসইর প্রধান সূচক আগের দিনের চেয়ে কমেছে প্রায় ১০০ পয়েন্ট। বাজারে আজ লেনদেন হয়েছে ৪৪০ কোটি ২৩ লাখ টাকা, যা আগের দিনের চেয়ে ৭১ কোটি ৯৩ লাখ টাকা কম।

হাতবদল হওয়া ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ২৭০টির ও অপরিবর্তিত রয়েছ ১৭টির।

ডিএসইর প্রধান সূচক বা ডিএসইএক্স সবশেষ অবস্থান করছে প্রায় ৫ হাজার ৯৫০ পয়েন্টে। ডিএসইএস বা ডিএসই শরিয়াহ সূচক ১০ দশমিক ৭৯ পয়েন্ট কমে প্রায় একহাজার ৩৯৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৩৭ দশমিক ৩৮ পয়েন্ট কমে প্রায় ২ হাজার ১৯৩ পয়েন্টে অবস্থান করছে।

রোববার দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন আগের দিনের চেয়ে ২ কোটি ৩১ টাকা বেড়ে ৩০ কোটি ৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে।

লেনদেনে থাকা ২২৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০টির, কমেছে ১৮২টির ও অপরিবর্তিত রয়েছে ১৫টির দর।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই প্রায় ২৯৮ দশমিক ৯৩ পয়েন্ট কমে ১৮ হাজার ৪২৩ পয়েন্টে অবস্থান করছে।

আরও পড়ুন:

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিশ্ববাজারে স্বর্ণের দামে সর্বোচ্চ রেকর্ড
কারওয়ান বাজার স্থানান্তরের প্রক্রিয়া শুরু, সরানো হচ্ছে ডিএনসিসি কার্যালয়
বাজারে এল শাওমির নতুন পোকো ফোন
বাঁচানো গেল না সোনিয়াকে, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের সবার মৃত্যু
X
Fresh