• ঢাকা শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
logo

অবসরে যাচ্ছেন অর্থমন্ত্রী

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৬:৩৯

চলতি বছরের ডিসেম্বরেই অবসরে যাচ্ছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। দুপুরে স্থানীয় একটি হোটেলে আয়োজিত অগ্রণী ব্যাংকের বার্ষিক ব্যবসা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্যের সময় তিনি এ কথা জানান।

অর্থমন্ত্রী বলেন, জীবনে একটি সময় আসে যখন অবসর নেওয়া উচিত। নির্দিষ্ট সময়ের পর সবারই অবসরে যাওয়া উচিত।তবে রাজনীতি থেকে অবসরে যাবেন কি না সে বিষয়ে পরিষ্কার করে কিছু বলেননি তিনি।

মুহিত বলেন, বহুদিন এক জায়গায় থাকলে পচন আসে, আমি এবার সত্যিকার ভাবেই অবসরে যাব।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আরও বলেন, দেশের ব্যাংকের সংখ্যা অনেক বেড়েছে। কিন্তু শাখার সংখ্যা সেভাবে বাড়েনি। এজন্য ব্যাংকের শাখা আরও বাড়াতে হবে।

--------------------------------------------------------
আরও পড়ুন: আপাতত ফোরজি পাবেন না আইফোন ব্যবহারকারীরা
--------------------------------------------------------

ঋণখেলাপি বিষয়ে ব্যাংকারদের পরামর্শ দেন অর্থমন্ত্রী।

তিনি বলেন, ব্যাংকারদের আমি দুটি পরামর্শ দেব। প্রথমত- ঋণের প্রস্তাব এলে সেটি যথাযথভাবে পর্যালোচনা করবেন। সংশ্লিষ্ট বিষয়ে বিশেষজ্ঞদের দিয়ে ঋণ প্রস্তাব মূল্যায়ন করলে খেলাপি হবে না। এজন্য প্রত্যেক ব্যাংকে বিশেষজ্ঞ সৃষ্টি করা যেতে পারে। দ্বিতীয়ত- ব্যাংকের জন্য কেওয়াইসি খুবই গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি বা প্রতিষ্ঠানকে সেবা দিচ্ছেন, সেটিকে সঠিকভাবে জানতে হবে।

তিনি আরও বলেন, ব্যাংকে নগদ টাকার সংকট নেই, অযথা ভীতি ছড়ানো হচ্ছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান ড. জায়েদ বখত। উপস্থিত ছিলেন অর্থ প্রতিমন্ত্রী এম এ মান্নান, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব ইউনুসুর রহমান, ব্যাংকের এমডি শাসমুল ইসলামসহ ব্যাংকটির পরিচালনা পর্ষদের অন্য কর্মকর্তারা।

আরও পড়ুন:

এসআর/পি

মন্তব্য করুন

daraz
  • অর্থনীতি এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কবে অবসর নেবেন, জানালেন মেসি
ড. ইউনূসের গোমর ফাঁস করেছিলেন বিএনপির অর্থমন্ত্রী সাইফুর রহমান
অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন আমির
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অবসর ভাঙলেন ইমাদ
X
Fresh